রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলায় ধুন্ধুমার। লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৭ জন। ঘটনায় দু’ পক্ষের ২ জনকে আটক করেছে পুলিশ। প্রায় প্রত্যেকেরই হাতে রয়েছে বাঁশ, লাঠি-সোঁটা। আর তা দিয়ে এলোপাথাড়ি মার।
কেন বিবাদ:
রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে, বুধবার সকালে, এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের ভগবানগোলায়। অশান্তির সূত্রপাত একটি রাস্তাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা, ফিরদৌসী বেগম ও সামসুল আলম, দু’জনেরই দাবি, এই রাস্তা ও সংলগ্ন জমির মালিক তাঁরা। এর মধ্যে, সামসুল আলমের দাবি, জমির কিছুটা অংশ স্থানীয় পঞ্চায়েতকে দিয়েছিলেন তিনি। সেই অংশে পঞ্চায়েত রাস্তা তৈরি করতে গেলে, প্রতিবাদ জানায় অপর পক্ষ। তা ঘিরেই শুরু হয়ে যায় বিবাদ। বচসা থেকেই মারপিট বেঁধে যায়। দুই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। মারধরে আহত হন দুই পরিবারের বেশ কয়েকজন। বাঁশ দিয়ে মারধর করা হয়। গালিগালিজ করা হয়। তুমুল মারপিটে জখম হয়েছেন অনেকে। সম্পত্তি-বিবাদে এমন ধুন্ধুমার ঘিরে প্রবল উত্তেজনা এলাকায়।
কী বলছে পঞ্চায়েত:
জমির খানিকটা অংশ দান করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় পঞ্চায়েতও। সেই অংশে রাস্তা তৈরি নিয়েই বেঁধেছে অশান্তি। একই কথা জানিয়েছন ভগবানগোলা ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইরিন আখতার। মারধরের ঘটনায় ২ পক্ষের ২ জনকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ।
অন্যত্রও মারপিট:
এদিনই উত্তর ২৪ পরগনায় রেশন সামগ্রী নেওয়া ঘিরে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূলের দুই পক্ষ। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গা (Deganga)। হল ইট বৃষ্টি, চলল লাঠি-রড দিয়ে মারধর, বাদ গেল না কিছুই। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের মোট ১২ জন। বুধবার, রেশন সামগ্রী নেওয়াকে কেন্দ্র করে গোলমাল। যা গড়াল সংঘর্ষে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের (TMC)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। মারপিটের ভিডিও ভাইরাল রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদিক থেকে ইট ছোড়া হচ্ছে। পাল্টা ছোড়া হচ্ছে পাথর। লাঠি-হাতে তাড়া করা হচ্ছে। চলছে মারপিট। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন: চাঁপদানিতে ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, উপকৃত হবেন ৪ জেলার শ্রমজীবী মানুষ