সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রেশন সামগ্রী নেওয়া ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই পক্ষ। তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গা (Deganga)। হল ইট বৃষ্টি, চলল লাঠি-রড দিয়ে মারধর, বাদ গেল না কিছুই। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের মোট ১২ জন।


কী ঘটনা:
বুধবার, রেশন সামগ্রী নেওয়াকে কেন্দ্র করে গোলমাল। যা গড়াল সংঘর্ষে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের (TMC)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। মারপিটের ভিডিও ভাইরাল রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদিক থেকে ইট ছোড়া হচ্ছে। পাল্টা ছোড়া হচ্ছে পাথর। লাঠি-হাতে তাড়া করা হচ্ছে। চলছে মারপিট। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


কাদের মধ্যে সংঘর্ষ:
রেশন নিয়ে উত্তর চাঁদপুর এলাকায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতি ও বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল হাকিম মোল্লা বলেন, 'রেশন দেওয়া ঘিরে গণ্ডগোল হয়েছে।' দেগঙ্গার তৃণমূল কর্মী সাদ্দাম হোসেনের অভিযোগ তাঁদের মারধর করা হয়েছে।


বিজেপির কটাক্ষ:
গোটা ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতারাও। বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, 'দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা রয়েছে। তাতে সাধারণ মানুষ জখম হয়েছেন। মানুষ আতঙ্কিত।'


ঘটনায় আহত হয়েছেন দুইপক্ষের মোট ১২ জন।  তাঁদের দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেশনের মতো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এমন ঝামেলা কেন হবে তা নিয়ে ক্ষোভ জানিয়েছে বাসিন্দাদের একাংশ। উত্তর ২৪ পরগনায় রেশন নিয়ে যেমন ঝামেলা হয়েছে। তেমনই সম্প্রতি পূর্ব বর্ধমানে রেশন সামগ্রী মজুত করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার থানার কুবাজপুরে।   


আরও পড়ুন: বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, আড়াই বছর পর ফের আতঙ্ক, কাঠগড়ায় মেট্রো কর্তৃপক্ষ