রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সুতির স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের (Murshidbad) ডিআই অফিসে সিআইডি। ৪ ঘণ্টা পার, মুর্শিদাবাদের ডিআই অফিসে (DI Office) সিআইডি-র ৩ সদস্যের প্রতিনিধিদল।বাবার স্কুলে অন্যের নিয়োগপত্র জাল করে ছেলের বিরুদ্ধে চাকরির অভিযোগ। মুর্শিদাবাদের বর্তমান ডিআই অমরকুমার শীল ও প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। যে শিক্ষকের নিয়োগপত্র জাল করে চাকরি করছিলেন অনিমেষ তিওয়ারি, তাঁকেও তলব করা হয়েছে।
সুতির স্কুলে নিয়োগ দুর্নীতি: বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের গোথা এ রহমান হাইস্কুলের ঘটনায় CID-কে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। DIG-CID'র নেতৃত্বে বিশেষ দল গঠন করে চলবে তদন্ত। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গোথা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক হলেন আশিস তিওয়ারি। একই স্কুলে ভূগোলের শিক্ষক তাঁর ছেলে, অনিমেষ তিওয়ারি। অভিযোগ, অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পেয়েছেন অনিমেষ।
এই মামলার প্রেক্ষিতে, দিনকয়েক আগে হাইকোর্ট নির্দেশ দেয় আপাতত স্কুলে প্রবেশ করতে পারবেন না অনিমেষ। কোনও বেতনও পাবেন না তিনি। এই ঘটনায়, স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 'জেলা স্কুল পরিদর্শকরা যুক্ত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। একজন ভুয়ো শিক্ষক ২-৩ বছর ধরে চাকরি করছেন, বেতন পাচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকরা না জানলে কীভাবে তা সম্ভব?'. বর্তমান জেলা স্কুল পরিদর্শককে FIR দায়েরের নির্দেশ দেয় আদালত।
পাশাপাশি, ২০১৬'র পর থেকে, যা নিয়োগ হয়েছে, তার সব নথি, তাঁদের কাছে আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য় প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি জানান, তদন্তের স্বার্থে যাঁকে প্রয়োজন, তাঁকেই হেফাজতে নিতে পারবে CID। ঘটনার তদন্তে ২ সপ্তাহের মধ্যে CID'কে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, সিবিআই যেহেতু নিয়োগ দুর্নীতির তদন্ত করছে, তাই এই মামলাতেও সিবিআই তদন্তের দাবি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতে বিচারপতি বলেন, 'সিবিআই যেহেতু অনেকগুলি মামলার তদন্ত করছে, আর এটা যেহেতু আলাদা রকমের অভিযোগ, তাই এক্ষেত্রে সিআইডি তদন্ত করুক।' প্রয়োজন পড়লে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: Bhangar Clash: ISF-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, বোমাবাজির অভিযোগ দুই দলের বিরুদ্ধে