রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ফের মুর্শিদাবাদে (Murshidabad) চলল গুলি। ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল অন্য কেউ, ভুলবশত তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।


৪ দিনে দুবার চলল গুলি


৪ দিনে দু-বার। মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার ডোমকলে (Domkal) গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক। সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে। 


অবস্থা আশঙ্কাজনক, ভর্তি হাসপাতালে


আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital)। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা। হাসপাতালে দাঁড়িয়ে আক্রান্তের এক আত্মীয় বলেছেন, 'আমার মামা হয়, মামাকে গুলি লেগেছে, অন্য জনকে মারতে গিয়ে ওর লেগেছে।' আক্রান্তের মা বলেছেন, 'কোনও শত্রু নেই। কেন মারল কে জানে'।


একের পর এক ঘটনা


মঙ্গলবার, মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়। ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।


প্রসঙ্গত, নিউটাউনে (Newtown) টেকনো সিটি থানার পুলিশ (Techno City Police Station) ব্যারাকে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে পুলিশ বারাকে গুলি চলার অভিযোগ ওঠে। জখম হন এক সব ইন্সপেক্টর। : পুলিশ সূত্রের খবর, অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছে নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। 


আরও পড়ুন- 'তৃণমূল ও পুলিশের যোগসাজশ, বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার' অভিযোগে তোলপাড়