মুর্শিদাবাদ: ফসল রক্ষায় আদালতে পর্যন্ত গিয়েছেন ইতিমধ্যেই (Murshidabad News)। তার পরেও ফলের বাগানের উপর দিয়ে হাইটেনশন তার (Electric Wire) টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। তাকে ঘিরে ধুন্ধুমার বাধল মুর্শিদাবাদের ফরাক্কায়। গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াল পুলিশ। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতের তালিকায় রয়েছে পুলিশও (Farakka News)। 


পুলিশ-জনতা ধুন্ধুমার মুর্শিদাবাদে


শনিবার মুর্শিদাবাদের বেনিয়া গ্রাম দাদনতোলা এলাকার ঘটনা। আম-লিচু বাগানের উপর গিয়ে বিদ্যুতের হাইটেনশন তার টেনে নিয়ে যাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের বিরত করতে গেলে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, দাঁড়িয়ে থেকে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করায় পুলিশ। তাতে বেশ কয়েক জনের মাথা ফেটে যায়। দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আহত হন বেশ কয়েক জন পুলিশকর্মীও। 


আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক গ্রামবাসী সংবাদমাধ্যমে বলেন, "আমি আমার জমি রক্ষা করছিলাম। জমির উপর দিয়ে হাইটেনশন তার যেতে দেব না সাফ জানিয়েছিলাম। আমার জমির উপর দিয়ে যাতে তার না যায়, তার জন্য হাইকোর্টে মামলাও করেছি। তার পরেও ফরাক্কা থানার আইসি বেধড়ক মারধর করেন। হাইকোর্টে মামলা করা সত্ত্বেও জোর জবরদস্তি তার নিয়ে যাচ্ছে প্রশাসন।"



আরও পড়ুন: Malda School Bus Accident: মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে আহতের সংখ্যা ২০, গুরুতর জখম ৩


এ দিনের বিক্ষোভে যোগ দিয়ে আহত হন মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস সদস্য আসিফ ইকবালও। এবিপি আনন্দে তিনি বলেন, "আদানি গ্রুপের হাইইনটেনসিটি তার গিয়েছে। এর বিরিদ্ধেই প্রতিবাদ করছেন গ্রামবাসী। তাঁদের দাবি,ওই এলাকাটি জনবসতিপূর্ণ এলাকা। আমগাছ, লিচুগাছ রয়েছে। ওই আম-লিচুর ফলনের উপরই নির্ভরশীল এলাকার মানুষ। তা থেকেই জীবন অতিবাহিত হয় তাঁদের। তার গেলে ফলনের উপর প্রভাব পড়বে বলে মনে করেন গ্রামবাসী। তাই অন্য দিক থেকে তার নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। অনেক খালি জমি পড়ে রয়েছে। তার উপর দিয়ে তার নিয়ে যেতে বলে। বিষয়টি জানতে পেরে এ দিন ওই এলাকায় যাই আমি। গিয়ে দেখি, পুলিশ, আইসি, বিডিও, আদানি গ্রুপের প্রতিনিধিরা সেখানে উপস্থিত রয়েছেন। রয়েছে র‍্যাফও। আমি যাওয়া মাত্র লাঠিচার্জ করতে বলেন আইসি। তাতে মুহূর্তের মধ্যে অনেকের মাথা ফেটে যায়।" 


বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন কোনও মন্তব্য করেনি। আদানি গ্রুপের প্রতিনিধিদের তরফেও কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে স্থানীয়দের দাবি, ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুতের হাইটেনশন তার টাঙানোর প্রতিবাদ করতে গিয়েছিলেন তাঁরা। তখনই পুলিশ লাঠিচার্জ করে তাঁদের উপর (Adani Group)। 


কাঠগড়ায় আদানি গ্রুপ এবং প্রশাসন


উল্লেখ্য, ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানি গ্রুপের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুর্শিদাবাদের উপর দিয়ে হাইটেনশন তারের মাধ্যমেই সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। এই চুক্তি নিয়ে এর আগে বাংলাদেশের বিভিন্ন  সংস্থার তরফেও আপত্তি তোলা হয়। বাজারমূল্যের চেয়ে বেশি দামে আদানি গ্রুপের থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে বলে দাবি করেছে তারা। শুধু তাই নয়, জোর করে দরিদ্র তৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে আদানি গ্রুপ জমি অধিগ্রহণ করেছে বলেও অভিযোগ। তবে আদানি গ্রুপ বা বাংলাদেশ সরকার এ নিয়ে কোনও মন্তব্য করেনি।