লন্ডন : কুঁচকিতে চোট (Groin Strain)। আজ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নাও থাকতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোহলিকে একটা ব্রেক দিয়ে পরের দুটি ম্যাচের জন্য নিশ্চিত করতে চাইছে বলে খবর। আগামী ১৪ জুলাই লর্ডসে ও ১৭ জুলাই ম্যাঞ্চেস্টারে শেষ দুটি ম্যাচ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন বিরাট। তবে, ফিল্ডিং না ব্যাটিংয়ের সময় তিনি চোট পেয়েছেন তা বোঝা যাচ্ছে না। ওভালে প্রথম একদিনের ম্যাচে সম্ভবত তিনি থাকতে পারবেন না। কারণ, তাঁর বিশ্রাম প্রয়োজন।


মেডিক্যাল চেকআপ কোহলির ?


সূত্রের খবর, টিম বাসে নটিংহ্যাম থেকে লন্ডন যাননি কোহলি। সম্ভবত, চোট পাওয়ার পর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে মেডিক্যাল চেকআপের জন্য। সোমবার শুধুমাত্র, একদিনের ম্যাচের জন্য নির্বাচিত শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ-রা ওভাল গ্রাউন্ডে নেট সেসনে যোগ দেন। 


আরও পড়ুন ; 'নামের জোরে কেউ দলে জায়গা পেতে পারে না', বিরাটের খারাপ ফর্ম নিয়ে সাফ কথা ভারতীয় প্রাক্তনীর


এদিকে টি২০-তে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞরা। কপিল দেব, বীরেন্দ্র সহবাগ মতো প্রাক্তনরাও রয়েছেন সেই তালিকায়। যদিও নিজের দীর্ঘদিনের সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। 


ভারত অধিনায়ক বলেছেন, ''আমি জানি না ওঁকে নিয়ে এত নেতিবাচক কথা কারা বলছেন। আমরা বাইরের কোনও কথায় অতটা পাত্তা দিই না। আর যে বিশেষজ্ঞরা বিরাটকে নিয়ে কথা বলছেন, তাঁরা কেনই বা বিশেষজ্ঞ তাও আমি বুঝি না। ওঁনারা কেউই দলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানে না। বাইরে থেকে একটা মন্তব্য করে দিলেই হল না কি। আর তাছাড়া আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকগুলো বিষয় কাজ করে। ছেলেদের সুযোগ দেওয়া হচ্ছে। টিম প্রত্যেকের পাশে রয়েছে।'' উল্লেখ্য, প্রথম ম্যাচে খেলেননি বিরাট। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে ১ ও ১১ রান।