মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র, গুলি-সহ এক যুবককে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ। সন্দেহভাজনের বাইক থামিয়ে তল্লাশি, উদ্ধার পিস্তল, ২ রাউন্ড গুলি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত আবদুল্লা মণ্ডল ওরফে ফারুখের বাড়ি জলঙ্গিতে।
ফের কুলতলিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার: চারদিনের মাথায়, ফের কুলতলিতে উদ্ধার হল অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনও পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।
একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার: শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF।
জেলায় জেলায় অস্ত্র-বোমা উদ্ধার অব্যাহত রাজ্যে। আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ক্ষেত থেকে উদ্ধার হয় সকেট বোমা! বর্ধমানে ধৃত দুষ্কৃতীদের থেকে মিলেছে ওয়ানশটার, কার্তুজ। নাকা চেকিংয়ের সময় অস্ত্র উদ্ধার হয়েছে জলপাইগুড়ি থেকেও।
বোমা তৈরির আস্ত একটি কারখানা! যেদিকে চোখ যায়, শুধু বিস্ফোরক আর বিস্ফোরক! দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এ ছবি, চোখ কপালে তুলে দিয়েছে পুলিশের! পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য জুড়ে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে অস্ত্র-বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা! শুক্রবারও রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, সকেট বোমা। তিন জেলা থেকে অস্ত্র-বোমা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার শঙ্করপুর পুঁথির মাঠ এলাকায় একটি সর্ষে ক্ষেতে তল্লাশি চালায় পুলিশ।
তদন্তকারীদের দাবি, ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের। গোটা এলাকা ঘিরে নেয় পুলিশ। খবর দেওয়া হয় বম্বস্কোয়াডকে। পরে সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় চারটি সকেট বোমা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, বর্ধমানে বৃহস্পতিবার রাতে একটি প্রতারণা চক্রের পর্দাফাঁস করে পুলিশ। অভিযোগ, কখনও অ্যান্টিক কয়েন, আবার কখনও সোনার কয়েন বিক্রির নামে প্রতারণার জাল বিছিয়েছিল কয়েকজন দুষ্কৃতী।
বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কের ধারে সাই কমপ্লেক্স এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি,ধৃতদের থেকে একটি ওয়ান শটার, একটি কার্তুজ এবং একটি কয়েন উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মুম্বই এবং বাকিরা বোলপুর, মঙ্গলকোট ও বর্ধমানের বাসিন্দা। অন্যদিকে, জলপাইগুড়ির রাজগঞ্জে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আকাশ দে ও শের আলি নামে ডালখোলার দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।