সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'বিজেপিকে (BJP) ঝেঁটিয়ে বাংলাদেশে পার' করে দেওয়ার হুমকি দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick )। আজ সন্দেশখালীতে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে এলে ওদের ঝেটিয়ে বিদায় করে দেব। এমন ঝাঁটান ঝাঁটাবো একেবারে বাংলাদেশে পার করে দেব।'


পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কুকথার ঝড় রাজ্যে


পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কুকথার ঝড় রাজ্যে। এর আগে কু কথা বিতর্কে নাম জড়িয়েছেন, উদয়ন গুহ থেকে শুরু করে অখিল গিরি। সম্প্রতি ‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে শিশির অধিকারী তো লেংটি মন্ত্রী’, ফের বিতর্কিত মন্তব্য অখিল গিরির। পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভা অখিল গিরির (Akhil Giri)। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে ফের কুকথা অখিল গিরির। রাষ্ট্রপতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্যের পর এবার ফের বিতর্কিত মন্তব্য অখিলের।তিনি এবার বলেন, ' বোমের আওয়াজ চলছে এই এলাকায়। আতসবাজির আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অভিষেক কাঁথিতে আসছেন, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তাঁর ঘরের সামনে মিটিং হচ্ছে, খুব দুঃখ পেয়েছেন।আমাকে বলে হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রীর অর্থ ক্যাবিনেট নয়, আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে ওনার বাবা তাহলে কি মন্ত্রী ? শিশির অধিকারীকে দিল্লিতে কি মন্ত্রী করা হয়েছিল জিজ্ঞাসা করব', পূর্ব মেদিনীপুরের পাউসির সভা থেকে আক্রমণ অখিল গিরির। তবে ‘অখিল গিরির মন্তব্যের কোনও গুরুত্বই নেই’, পাল্টা দিব্যেন্দু অধিকারী।


আরও পড়ুন,  '১২ বছর পর সরকারের মনে হল মানুষ কিছু পায়নি', কটাক্ষ দিলীপের


বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী


প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামে বিজেপি।