সুতি (মুর্শিদাবাদ) : মঙ্গলবার ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি মুর্শিদাবাদে। বজ্রপাতে মৃত্যু হল এক মৎস্যজীবীর। সুতি ১ নম্বর ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের আলুয়ানি গ্রামের ঘটনা। মৃতের নাম অনন্ত সরকার।


ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে চলে বৃষ্টি। মাছ ধরতে যান অনন্তবাবু। পরিবার সূত্রে জানা গেছে, রোজকার মতো এদিনও ভোরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই ঘটে অঘটন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে। 


দীর্ঘ দাবদাহ কাটিয়ে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি নামে। সকাল থেকে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), হুগলি (Hooghly), নদিয়া (Nadia) জেলার কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টি (Rain) হয়। কলকাতাতেও সকাল থেকে মুখ ভার আকাশের। কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের আকাশ। অন্যদিকে, বর্ধমান জেলারও কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভোর থেকে মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে।


ধীরে হলেও দক্ষিণবঙ্গে শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখী। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।    


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


শুধু শহর নয়, জেলাতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস।


অন্যদিকে, ভোররাতে মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব। মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা।