ঝিলম করঞ্জাই, কলকাতা: পঞ্চায়েত ভোটের দিন হিংসার জেরে গুরুতর আহত হয়েছিলেন কংগ্রেস কর্মী। শেষ পর্যন্ত নিজের হাত হারিয়ে তার মূল্য চোকাতে হল মুর্শিদাবাদের রানিনগরের কংগ্রেসকর্মীকে। ভোট দিতে বেরিয়ে বোমা-গুলিতে জখম হয়েছিলেন কংগ্রেস কর্মী ইশাক শেখ। সোমবার NRS হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর হাত বাদ দেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির হাতে পচন ধরায়, কনুইয়ের নীচ থেকে কেটে বাদ দিতে হয়েছে বাঁ হাত।


পঞ্চায়েত ভোটের সময় জুড়ে রাজ্যজুড়ে প্রবল হিংসার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন বিদ্বজ্জনদের একাংশ। যেদিন এই ঘটনা ঘটল, সেদিনই ভোট-হিংসায় জখম এক কংগ্রেস কর্মীকে তাঁর হাত খোয়াতে হল। 


৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন, রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। হেরামপুরের নতুনপাড়া গ্রামে বোমাবাজি হয়, গুলিও চলে বলে অভিযোগ। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে পরপর সকেট বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেদিনই জখম হন ইশাক শেখ। জখম ইশাককে প্রশ্ন করা হয়েছিল কারা এমন করেছে, তার উত্তরে ইশাক জানিয়েছিলেন, টিএমসি-রা মেরেছিল তাকে। গুলি করেছিল, ভোটও দিতে পারেননি বলে জানিয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানেই ইশাক শেখের বাঁ হাত কনুইয়ের নীচ থেকে বাদ দিতে হয়। এই ঘটনায় ভবিষ্যত অন্ধকার গোটা পরিবারের। হাত বাদ গেলে কাজ কীভাবে করবে তা ভেবেই কুল পাচ্ছেন না তাঁরা। জখম কংগ্রেস কর্মীর আত্মীয় মহিবুল ইসলাম বলেন, 'হাত কাটা গেল কাজ করবে কী করে। ছেলে হ্যান্ডিক্যাপড সংসারটার কী হবে।'


পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই হিংসার খবরে বারবার শিরোনামে এসেছে মুর্শিদাবাদ। প্রাণহানি, রক্তপাত, হিংসার নানা ঘটনা সামনে এসেছে। একদিকে যখন বোমার আঘাতে কংগ্রেসকর্মীর অঙ্গহানির ঘটনা ঘটছে, তখন পঞ্চায়েত ভোট মিটে ফল বেরিয়ে যাওয়ার পরেও মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। রবিবারও ফরাক্কার শিবতলা গ্রাম থেকে মিলেছে ৩০টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নির্মীয়মাণ বাড়ির ভিতর বালতির মধ্যে রাখা ছিল বোমা। পাশের জঙ্গলেও মেলে বোমা ভর্তি ব্যাগ। উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। তাহলে কী বোমা বাঁধার কাজ চলছিল? খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। 


আরও পড়ুন: 'একবছর বিনা বিচারে আছি', নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মমতার হস্তক্ষেপ দাবি পার্থর