মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat vote)। ওদিকে বছর পেরোলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আর তাই সেমিফাইনালের আগে জোর প্রস্তুতি শাসকদলের (TMC)। ইতিমধ্যেই তীব্র গরমের মাঝেই জেলায় জেলায় জনসংযোগ যাত্রায় ঝড় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। DA-আন্দোলনের শততম দিনে যখন শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু, ঠিক তখনই অধীরগড় থেকে বিজেপিকে (BJP) জোর নিশানা করলেন তিনি। বললেন, 'বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস। বিজেপি নামক ভাইরাসকে মারতে পারে একমাত্র তৃণমূল।'
প্রসঙ্গত, অভিষেকের জেলায় জেলায় জনসংযোগ যাত্রার মাঝেই, উত্তাল রাজ্য রাজনীতি। কারণ পঞ্চায়েত ভোটের আগে কার্যতই সবদলই, কেউ ইমেজ বানাতে এবং কেউ ইমেজ না খোয়াতে পথে নেমেছেন। তবে এই মুহূর্তে ইতিমধ্যই একাধিক দুর্নীতি মামলায় জেরবার শাসকদল। যদিও দুর্নীতির মামলার সংখ্যা গুনতিতে ক্রমশই বাড়ছে। শ্রীঘরে ঠাঁই হচ্ছে একের পর এক শাসকদলের হেভিওয়েটদের। যদিও ইডি-সিবিআই-এ ভয় পান না বলে অনেক আগেই জানিয়ে দিয়েছেন অভিষেক। তবে এই ইস্যুগুলি কতটা প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটকে ? কিংবা কতটা প্রভাব ফেলেছিল একুশের বিধানসভা নির্বাচন, কলকাতা পুরভোট-সহ উপনির্বাচনগুলিকে ? বড় দাগ কেটেছে কি সাগরদিঘি ? সেই সব পরিসংখ্যানই কি নির্ধারণ করবে পঞ্চায়েতের ভাগ্য ? এই সব প্রশ্নের উত্তর, অবশ্যই সময় বলবে।
আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
আরও পড়ুন, বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের
এদিকে, অভিষেকের নবজোয়ারের মাঝেই জেলায় জেলায় দলীয় কোন্দল প্রকাশ্যে আসছে। তবে প্রেক্ষাপট আলাদা। তৃণমূলের (TMC) নবজোয়ার অভিযানের মাঝে যেন থামছেই না ব্যালট-বিশৃঙ্খলা। এবার দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হরিরামপুর। এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভাস্থল ছাড়তেই শুরু হয়ে গিয়েছিল বিশৃঙ্খলা। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নবজোয়ারে ফের 'ব্যালট' বিশৃঙ্খলা। তৃণমূল কর্মীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ব্যালট নিয়ে। ভোটদান প্রক্রিয়ার মাঝে শুরু হয়ে গিয়েছিল গন্ডগোল। আসন্ন পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য তৃণমূলের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ যাতে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ পায়, সেই ব্যবস্থা করেছে ঘাসফুল শিবির। আর এমনই এক পরিস্থিতিতে ওই ঘটনায় নিজের বিশ্লেষণ দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'এটা কোনও বিক্ষোভ নয়, নবজোয়ার দেখে তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা। দলের শীর্ষ নেতৃত্বকে সামনে পেয়ে নিজেদের দাবি-দাওয়া জানিয়েছেন তৃণমূলকর্মীরা।'