Samsung Galaxy S23: স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23) ফোন নতুন লাইম কালার ভ্যারিয়েন্টে (Lime Colour Variant) ভারতে লঞ্চ হতে চলেছে।এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হয়েছিল এবছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। ক্রিম, গ্রিন, ল্যাভেন্ডার এবং ফ্যান্টম ব্ল্যাক- এই চারটি রঙে প্রাথমিক ভাবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোন লঞ্চ হয়েছিল। এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস Dynamic AMOLED 2X ডিসপ্লে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৩৯০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। নতুন লাইম কালার ভ্যারিয়েন্টের দামও একই হবে বলে অনুমান করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ভিক্টার ২ প্রোটেকশন।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচারও রয়েছে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Realme Smartphone: রিয়েলমি সি৫৫ (Realme C55) ফোন পাওয়া যাচ্ছে একটি নতুন রঙে। রিয়েলমি (Realme 5th Anniversary) সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রঙে উপলব্ধ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। চলতি বছর মার্চ মাসের শুরুর দিকে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় দুটো রঙে রিয়েলমি সি৫৫ ফোন উপলব্ধ ছিল ভারতের বাজারে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি রঙের শেড। প্রাথমিক ভাবে রিয়েলমি সি৫৫ ফোন পাওয়া যাচ্ছিল Rainy Night এবং Sunshower- এই দুই রঙে। এবার সেই তালিকায় সংযোজন হয়েছে Rainforest রঙের মডেল।
আরও পড়ুন- স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?