মুর্শিদাবাদ: অনেকদিন আগেই শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023)। যদিও হিংসার যবনিকা পড়েনি এখনও। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে ভোটের দিন, ভোটের ফলপ্রকাশ, এবং তারপরেও ভোট পরবর্তী হিংসা এখনও জারি রয়েছে। আর সেই ভোটের আবহে এখনও বোমা উদ্ধার অব্যাহত। তবে সবসময়ই বোমা উদ্ধার হচ্ছে, এমনটা নয়। যে আশঙ্কা বুক কাঁপছে সাধারণের, সেই আশঙ্কাই এবার ফের সত্যি হল। আরও একবার বিদ্ধ হল শৈশব। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা ফেটে আহত নাবালক। জানা গিয়েছে, পুকুর পাড়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে একজন নাবালক। কে বা কারা বোমা রেখেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ (Police)।
ফেব্রুয়ারি মাসে বীরভূমের বুকে ঘটেছিল রক্তাক্ত ঘটনা। মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণেই আহত হয়েছিল ওই ৩ শিশু। ঘটনার পর তাঁদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে। একই মাসেই রক্তাক্ত হয়েছিল শৈশব। বোমা ফেটে একসঙ্গে ৩ শিশু জখম হয়েছিল। মূলত তারা রায়গঞ্জে প্রাথমিক স্কুলের ছাত্র । নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত হয়েছিল।
সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমার আঘাতে ভুরিভুরি জখম হওয়ার ঘটনা ঘটেছে।পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়েছিল জেলা। মাসখানেক আগে মুর্শিদাবাদের লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয়েছিল চার বছরের শিশু। জানা গিয়েছিল, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে বোমাটি ফেটে যায়। বিস্ফোরণে আহত হয়েছিল তাঁর ৪ বছরের ছেলে।
পঞ্চায়েত ভোটের আগে বোমা-রাজনীতির আরও একাধিক ঘটনা রয়েছে। চলতি বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে একের পর এক শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল এক কিশোর।
আরও পড়ুন, বাঙালিকে ভালবেসে অনুবাদ, গুলজারের জীবন বদলে দেওয়া বই হয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ
গতবছর টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারিয়েছিল ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছিল ৬ এবং ৭ বছরের দুই মাসতুতো ভাই। গতবছর ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয়েছিল ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয়েছিল ৭ বছরের শিশুকে।