মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফি ১-১ ফলে দাঁড়িয়ে রয়েছে। সিরিজের ফয়সালা হবে বাকি দুই টেস্টে। মেলবোর্নে (Melbourne Cricket Ground) ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। আর সেই ম্যাচের আগে কি না ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ধুন্ধুমার লেগে গেল মাঠের বাইরে!
অভিযোগ, মেলবোর্নে ভারতকে যে প্র্যাক্টিস পিচ দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিম্ন মানের। অথচ, অস্ট্রেলিয়া নিজেদের জন্য রেখেছে সজীব, ভাল মানের পিচ। যা নিয়ে ভারতীয় শিবিরের ক্ষোভ তুঙ্গে।
শনিবার থেকে মেলবোর্ন ক্রিকেট মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। রবিবারও প্র্যাক্টিস করেছে। মাঝে সোমবার একদিনের বিশ্রাম রেখেছেন কোচ গৌতম গম্ভীর।
মেলবোর্নে টেস্ট ম্যাচ যে পিচে খেলা হবে, তাতে বেশি বাউন্স থাকার কথা। যদিও স্টেডিয়াম চত্বরে ভারতকে প্র্যাক্টিসের জন্য যে পিচ দেওয়া হয়েছে, তা বহুল ব্যবহৃত বলেই মত সকলের। যে পিচে বলের বাড়তি বাউন্স হচ্ছে না। পেসাররা পাচ্ছেন না কোনও সাহায্য। এমনকী, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপের মতো ভারতের প্রথম একাদশে খেলা পেসাররাও বাড়তি সুবিধা পাননি। বলা হচ্ছে, বল নাকি কোমরের বেশি উচ্চতায় উঠছেই না।
এমনকী, রবিবার ভারতের প্র্যাক্টিসের সময় একজন থ্রো ডাউন স্পেশ্যালিস্টের বল এমনই নীচু হয়ে যায় যে, রোহিত শর্মার হাঁটুতে আঘাত করে। যার জেরে শুশ্রূষা করাতে হয় রোহিতকে। প্রায় ৩০ মিনিট তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। হাঁটুতে আইস প্যাক দিতে হয়। পরে অবশ্য পেসার আকাশ দীপ বলেন যে, অধিনায়ক রোহিত ঠিক আছেন। বড়সড় কোনও চোট নয়। বক্সিং ডে টেস্টে খেলবেন।
যদিও অস্ট্রেলিয়ার জন্য সজীব, বাউন্সি পিচ রাখা হয়েছে। সোমবার থেকে যে পিচে প্র্যাক্টিস শুরু করলেন প্যাট কামিন্সরা। তারপর থেকেই বলাবলি হচ্ছে, ভারত যাতে যথার্থ প্রস্তুতি সারতে না পারে, সেই কারণেই এটা অস্ট্রেলিয়ার কৌশল। যদিও এমসিজি-র কিউরেটর ম্যাট পেজ বিতর্ক উড়িয়ে বলেছেন, ম্যাচের তিনদিন আগে থেকেই সজীব ও নতুন পিচ দেওয়ার নিয়ম রয়েছে তাঁদের।- সোমবার সেই কারণেই নতুন পিচ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।