পুরী: এবার জগন্নাথ দর্শন আরও সহজ হতে চলেছে? ভক্তদের দেবতাদের 'দর্শন' করার জন্য আরও ভাল সুবিধা দেওয়ার কথা জানাল ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরে একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে সরকার এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই এই নয়া ব্যবস্থা চালু করা হবে।
এবার পুরীর নাটমণ্ডপে তৈরি হচ্ছে বিশেষ র্যাম্প। দর্শনার্থীরা যাতে খুব সহজে দেবতার মূর্তির কাছে যেতে পারেন সেই জন্য ব্যরিকেড দিয়ে ৬টি আলাদা লাইন তৈরি করা হবে। নয়া ব্যবস্থার ফলে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। এর ফলে খুব সহজেই বিগ্রহের কাছে পৌঁছনো যাবে এমনটাই জানান হয়েছে। নতুন ব্যবস্থা অনুযায়ী, ভক্তরা বিদ্যমান গেট দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন এবং প্রস্থান দুটি ভিন্ন ফটক দিয়ে করা হবে।
হরিচন্দন বলেছেন যে তিনি এবং শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজেটিএ) প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী শনিবার মন্দির পরিদর্শন করেছেন এবং মন্দিরে নতুন সুবিধা চালু করার জন্য যে কাজ চলছে তা পর্যালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ২৭ বা ২৮ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে। ৩০ এবং ৩১ ডিসেম্বর, পরীক্ষামূলকভাবে নতুন ব্যবস্থা চালু করা হবে।
আরও পড়ুন, বিমান যাত্রীদের জন্য বিরাট সুখবর! কলকাতা এয়ারপোর্টে জলের দরে বিকোবে এই খাবার-পানীয়!
মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী জানিয়েছেন, "প্রভুর দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ওড়িশা ব্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড এই কাজ করছে। এই নতুন ব্যবস্থা কেমন হতে চলেছে, পুণ্যার্থীরা কীভাবে ভেতরে প্রবেশ করবেন? তাঁদের কোনও অসুবিধা যাতে না হয় তা নিয়ে আলোচনা হয়।
এদিকে, পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের কাজও চলছে পাশাপাশি। তবে সেই কাজের উপর কোনও প্রভাব পড়বে না বলেই খবর। আগামী তিনমাসের মধ্যে রত্নভাণ্ডারের কাজ সম্পূর্ণ হবে বলে জানান হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে