রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: কর্তব্যরত অবস্থায় নদীতে তলিয়ে গেলেন বিএসএফ জওয়ান (BSF)।  শুক্রবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের গিরিয়া সীমান্তে। তলিয়ে যাওয়া ওই বিএসএফ জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশ নাম অমিত কুমার বলে জানা গেছে। তলিয়ে যাওয়া বিএসএফ জওয়ানের সন্ধান চলছে। নামানো হয়েছে ডুবুরি টিম। এদিকে ডিউটিরত অবস্থায় বিএসএফ জওয়ানের নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।


নদীর স্রোত যেমনই থাকুক, দক্ষ সীমান্তরক্ষী বাহিনী সকল বিপর্যয়েই সবার আগে বিপদের মুখে মুখোমুখি করে। দেশবাসীকে এভাবেই তাঁরা সুরক্ষা দেয়। সেক্ষেত্রে কীকরে একধিক বিষয়ে পারদর্শী হওয়া বিএসএফ-র ওই জওয়ান নদীতে তলিয়ে গেলেন প্রশ্ন উঠেছে। ঠিক কী ঘটেছিল সেই সময়, তার কী শারীরিক কোনও সমস্যা দেখা গিয়েছিল, নাকি অন্য কিছু, সব কিছুই এখনও ধোঁয়াশা। তবে ভরা পুজোর মরসুমে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। তবে আরও একাধিক  এমন ঘটনা রয়েছে।


প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষে পুজোর আগে খোঁজ মেলে মালদায় অস্ত্র-সহ নিখোঁজ বিএসএফ জওয়ানের। মালদার মঙ্গলবাড়িতে খোঁজ মেলে ওই নিখোঁজ জওয়ান অখিলেশ কুমারের। ইনসাস রাইফেল, ২টি ম্যাগাজিন ও গুলি সহ উধাও হয়ে গিয়েছিলেন অখিলেশ। উদ্ধার হয় সঙ্গে থাকা ইনসাস ও গুলি ভর্তি ম্যাগাজিন। ‘ডিপ্রেসন থেকেই আত্মগোপন অখিলেশের, নেওয়া হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য', খবর বিএসএফ সূত্রের। তবে দেশের সীমান্তে আরও একাধিক মর্মান্তিক ঘটনাও রয়েছে।


তখন সবে এপ্রিল পেরিয়ে মার্চ মাস। আচমকাই খবর প্রকাশ্যে আসে,পঞ্জাবের অমৃতসরে চারজন সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী বিএসএফ জওয়ান। সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। আহত হন আরও দুজন জওয়ান।   এই প্রসঙ্গে বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে, এই ঘটনার নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে। পারিবারিক সমস্যা, অধিকার না মেলা, একপেশে কাজের ধরন ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে।'


আরও পড়ুন, 'ইচ্ছামতো মেট্রোরুট বদল করেছেন মমতা, তাই বিপর্যয়' বউবাজারের ঘটনায় অভিযোগ দিলীপের


মার্চের শেষেও আরও একটি মর্মান্তিক ঘটনা হয়। একটি রাজনৈতিক মিছিলে বাইক নিয়ে ঢোকায় গণপিটুনির শিকার হন বিএসএফ জওয়ান।পিটুনির ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। জানা যায়,  মিছিল চলাকালীন  বিএসএফ জওয়ান বাইক নিয়ে চলে এলে তাঁর ওপর কর্মী-সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাঁকে মারধর করার অভিযোগ। যদিও আত্মরক্ষার খাতিরে তিনিও মারধর করেছেন বলে স্বীকার করেন ওই বিএসএফ জওয়ান।