অরিত্রিক ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার, সুজিত মণ্ডল, কলকাতা: বিক্ষোভস্থল থেকে বেলডাঙা থানার দূরত্ব মেরেকেটে ৫ কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট ১০ সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে, কেন আরও ফোর্স চাওয়া হল না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? বিক্ষোভস্থল থেকে বেলডাঙা থানার দূরত্ব ৫ কিমি পর্যাপ্ত পুলিশ না থাকলে, কেন আরও ফোর্স চাওয়া হল না? মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার। বিক্ষোভের নামে তাণ্ডব!ঘণ্টার পর ঘণ্টা থেমে রইল ট্রেন! কিন্তু কোথায় পুলিশ? কী করল তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরস্থিতি উত্তপ্ত রইল?
আরও পড়ুন, 'কাজ করার ইচ্ছে না থাকলে চাকরি থেকেই ইস্তফা দিতে হবে' ! BLO-দের গণইস্তফায় কটাক্ষ শুভেন্দুর
বিক্ষোভের নামে ৬ ঘণ্টা আটকে রাখা হল জাতীয় সড়ক! ঘণ্টার পর ঘণ্টা চলল রেল অবরোধ। সাংবাদিককে রাস্তায় টেনে হিঁচড়ে ফেলে মারধর করা হল। মুর্শিদাবাদের বেলডাঙায় দিনভর কার্যত তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, পুলিশ কোথায় ছিল? জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ! রেল অবরোধ, মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার, বিক্ষোভের নামে তাণ্ডব! ৬ ঘণ্টা কার্যত স্তব্ধ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙা মহেশপুরের জাতীয় সড়ক ! ঘণ্টার পর ঘণ্টা থেমে রইল ট্রেন! কিন্তু কোথায় পুলিশ? কী করল তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরস্থিতি উত্তপ্ত রইল? নানা মহলে উঠছে প্রশ্ন! বিক্ষোভস্থল থেকে বেলডাঙা থানার দূরত্ব মেরেকেটে ৫ কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট ১০ সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে, কেন আরও ফোর্স চাওয়া হল না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? বেলডাঙার অশান্তি ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এনিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শনিবারই মালদায় তাঁর সভা রয়েছে। সেকথা জানাতে গিয়ে শুক্রবার তিনি এক্স হ্য়ান্ডলে বাংলায় লিখেছেন, প্রত্য়েকদিন তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্য়াখ্য়ান করতে তাঁরা প্রসতুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। এরই মধ্যে বেলডাঙার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য় নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছে!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে।এটা তো তাদের স্বতঃস্ফূর্ততা। পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমি সংখ্যালঘু ভাইবোনেদের কাছেও আবেদন করব যারা করছেন, শান্তিপূর্ণভাবে আমাদের ওপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি। সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মমতার রিঅ্য়াকশন নিয়ে বলেছে, রাজুদাকে ডেকে নেবে প্রয়োজনে।পুলিশের ভয় কি একেবারেই উবে যাচ্ছে? তাই কি রাজ্য়ের নানা প্রান্তে এই পরিস্থিতি, এই ছবি?