অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগে নৌকায় করে গাড়ি পার করার সময় মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে গেল গাড়ি। জলে ডুবে মৃত্যু হল ২ জনের। ঘটনার পর ঘাটের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ভরা ভাগিরথীতে তলিয়ে গেল চারচাকা গাড়ি। গাড়িবন্দি অবস্থাতেই নদীতে ডুবে মৃত্যু হল ২ জনের। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচানো গেল ১টি শিশু-সহ ৪ জনকে। নৌকায় করে গাড়ি পারাপার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের লালবাগে (Lalbag)। মৃত শুভজিৎ সরকার (২৬) ও তাঁর স্ত্রী সুমন দাস সরকার (২৪) বহরমপুরের (Baharampore) খাগড়ার বাসিন্দা।
মুর্শিদাবাদের লালবাগ সদর ঘাট নিয়ে প্রতিদিন নৌকায় ভাগিরথী পার হন স্কুল পড়ুয়া, চাকুরিজীবী থেকে হাজার হাজার নিত্যযাত্রী। দিনের পর দিন, এভাবেই প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় অসংখ্য মানুষকে। বৃহস্পতিবার যে ঘাট থেকেই নদী পার হতে নৌকায় নিজের চারচাকা গাড়ি তুলেছিলেন শুভজিৎ। গাড়িতে ছিলেন শুভজিতের স্ত্রী, তাঁর একবছরের মেয়ে, শ্বশুর-শাশুড়ি ও বাবা। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা মাঝনদীতে নৌকা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে যায় গাড়িটি।
স্থানীয়দের তৎপরতায় শিশুকন্যা-সহ পরিবারের ৪ জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় শুভজিৎ সরকার ও তাঁর স্ত্রীর। কয়েকঘণ্টা পর নদী থেকে গাড়িটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ? নদী পারাপারের সময় কেন যাত্রী সুরক্ষায় জোর দেওয়া হল না ? দু'টি তাজা প্রাণ চলে যাওয়ার দায় কার ?কার ভুলে বাবা-মাকে হারাল একরত্তি ? পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর আপাতত লালবাগ সদর ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন- শিক্ষা দুর্নীতি মামলায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।