রাজীব চৌধুরী ও প্রকাশ সিনহা, মুর্শিদাবাদ ও কলকাতা : শিক্ষা দুর্নীতি মামলার (Recruitment Scam) তদন্তে ফের সক্রিয় সিবিআই। সাতসকালেই মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের (Jafikul Islam) বাড়িতে হানা দিয়েছে সিবিআই (CBI)। শুধু শাসকদলের বিধায়কের বাড়িতেই নয়, জানা যাচ্ছে শুধু মুর্শিদাবাদ জেলাতেই বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সকাল ৮ টা নাগাদ পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। জাফিকুল প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে পুরসভার প্রশাসক পদে রয়েছেন। জাফিকুলের ডিএলএড ও বিএড কলেজেও সিবিআই হানা দিয়েছে।
পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে এবার সিবিআই হানা দিয়েছে। আনারুল আনসারি ওরফে ঝান্টু শেখ ও তাঁর ছেলে সুজল আনসারির একাধিক বিএড, ডিএলএড কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রেসিডেন্সি জেলে বন্দি কুন্তল ঘোষও।
শুধু মুর্শিদাবাদই নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় একসঙ্গে হানা দিয়েছে সিবিআই। ডোমকলের বিধায়কের পাশাপাশি তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়িতেও সাতসকালেই কড়া নাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা।
এদিকে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কোচবিহারে সিবিআই অভিযানে নাম-বিভ্রাট। নামের মিলে বিভ্রান্ত হয়ে এদিন প্রথমে কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সজল সরকারের বাড়িতে ঢুকে যান সিবিআই অফিসাররা। পরে জানা যায়, কেন্দ্রীয় এজেন্সি খোঁজ করছে বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল কর ও তাঁর ভাই সজল করের। ভুল বুঝতে পেরে, তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। পরে তাঁরা পাশেই খাগড়াবাড়িতে বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল ও সজল করের বাড়িতে হানা দেন। তাঁদের বিএড ও ডিএলএড কলেজেও চলছে তল্লাশি।
আরও পড়ুন- শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন'বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।