রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) ৪ মাস পরেও বোমা-বিদ্ধ শৈশব। ফরাক্কার (Farakka) হাউসনগরে বোমা ফেটে আহত হল ৩ শিশু। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। স্কুলে যাওয়ার পথে বোমায় উড়ল হাত-পা। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। 


বোমা ফেটে আহত শিশু: ফের মুর্শিদাবাদে বোমায় বিপন্ন শৈশব। একদিকে, ফরাক্কার হাউসনগর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা ফেটে গুরুতর জখম হয়েছে তিন শিশু। একজনের পায়ে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, হরিহরপাড়ায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ফরাক্কার হাউসনগর গ্রামে এদিন সকাল ৮টা নাগাদ ICDS সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল তিন শিশু। পুকুর পাড়ে পড়েছিল বোমা। বল ভেবে হাতে তুলতেই বিস্ফোরণ হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তিনজনের চিকিৎসা চলছে। কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা রেখে গেল, খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, হরিহরপাড়ার শ্রীপুর-আমতলা পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। 


একাধিকবার বোমা ফেটে আক্রান্ত শিশু: বাংলায় বারবার বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে শৈশব। গত ১৬ অক্টোবর, পুজোর আগে নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে বোমা ফেটে জখম হয় দুই ভাই-সহ ৩ বালক।তার আগে ১৮ অগাস্ট,মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে জখম হয় এক নাবালক। ১৫ জুলাই, এই জেলারই সালারে বোমা ফেটে জখম হয় এক বালক ও এক শিশু।৩০ জুলাই,একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর ২৪ পরগনা ও মালদা, দুই জেলায় বোমা ফেটে গুরুতর জখম হয় দুই বালক। বসিরহাটে হাত উড়ে যায় এক বালকের। মানিকচকে বোমা ফেটে গুরুতর জখম হয় আরেক বালক।


বোমা উদ্ধার: গত ৯ নভেম্বরে মালদার বৈষ্ণবনগরের কৃ্ষ্ণপুর গ্রামে মাঠের মধ্যে ঝোপ থেকে উদ্ধার হয় ৯টি তাজা বোমা। গ্রামবাসীরা ঝোপের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন। বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারপর গত ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বোধন করা কালী পুজোর মণ্ডপের পাশে তাজা বোমা উদ্ধারের ঘটনায় কোচবিহারের দিনহাটায় শুরু হয় রাজনৈতিক তরজা। কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের দয়ার সাগর ক্লাবের কালী পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই পুজো মণ্ডপের কাছেই বোমাবাজি হয়। মণ্ডপের পাশেই মেলে একটি তাজা বোমা। 


আরও পড়ুন: Weather Update: কুড়ির ঘরে নামল পারদ, শীতের আমেজ বাড়বে বঙ্গে