রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া এবং বদলির অভিযোগ। মুর্শিদাবাদের (Murshiadabad) জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক বেসরকারি সংস্থার ম্য়ানেজারের উপর চড়াও হলেন সংস্থার অস্থায়ী কর্মীরা। বহিরাগতরা চড়াও হন বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। 


এক যুবকের উপর চড়াও হয়েছেন বেশ কয়েকজন। জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যুবককে। টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া এবং যত্রতত্র বদলির অভিযোগ। আর তাকে কেন্দ্র করে একটি বেসরকারি সংস্থার ম্য়ানেজারের ওপর সংস্থার অস্থায়ী কর্মীদের চড়াও হওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Jangipur Super Specialty Hospital)।


অভিযোগ বেসরকারি সংস্থার ম্য়ানেজার সন্তু প্রামাণিক টাকার বিনিময়ে হাসপাতালে কাজ পাইয়ে দিচ্ছেন। এমনকী টাকার বিনিময়ে তিনি কর্মীদের বদলি করিয়ে দিচ্ছেন বা আবার আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছেন। অভিযোগকারী সামাদ শেখ বলেছেন, 'টাকা তোলা থেকে শুরু করে অনেক অভিযোগ আছে সন্তু প্রামাণিকের নামে। যারা কাজ করে প্রত্য়েকে হাসপাতালের সৈনিক হিসেবে কাজ করেন। আজকে ইনচার্জ হয়ে প্রতিটি ছেলের উপর ব্য়ক্তিগত আক্রমণ করে যাচ্ছেন উনি।'


এই অভিযোগে শুক্রবার হাসপাতালের ভিতরেই ওই যুবকের উপর চড়াও হন সংস্থার অস্থায়ী কর্মীরা। যে অস্থায়ী কর্মীদের সঙ্গে বহিরাগতরাও চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্তকে মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। পাশাপাশি তাঁকে ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। অভিযুক্ত সন্তু প্রামাণিক বলেছেন, 'মিথ্যা অভিযোগ। কাউকে বদলি করা, নিয়োগ করার দায়িত্ব কোম্পানির। আমি নিজে কাজ করি। ওরা যে অভিযোগ করছে সেটার প্রমাণ দিতে বলুন। আজকে আমি ডিউটিতে আছি ওরা এসে আমাকে মারধর করেছে। জামা ছিঁড়ে দিয়েছে।'


গোটা ঘটনা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অনিমেষ কুমার জানিয়েছেন, 'ওরা থানাতে এবং আমাকে অভিযোগ জানিয়েছিল। আমরা তো দেখছি। খুবই দুর্ভাগ্য়জনক ঘটনা। আইন কেউ হাতে নিতে পারে না। থানায় ইতিমধ্য়ে জানিয়েছি। পুলিশ প্রশাসন এসে বাঁচিয়েছে। এটা একটা খারাপ বার্তা গেল সমাজে। সবাইকে বলব উত্তেজিত হবেন না। যে কোনও কাজে একটু সময় লাগে।' রঘুনাথগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 


আরও পড়ুন- 'ভোটার তালিকায় নাম তুলুন রাজ্যে থাকা বাংলাদেশিরা', TMC-নেত্রীর মন্তব্যে তোলপাড়



  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y