রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের (Murshidabad) প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন (Erosion) পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন সেচ প্রতিমন্ত্রী। মন্ত্রীর সামনেই হল ইটবৃষ্টি। তৃণমূল (Trinamool Congress) কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ক্ষুব্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের (CPIM) লোকজন। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 


গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী: মন্ত্রীর সামনেই বিক্ষোভ, ধস্তাধস্তি, শুরু হল ইটবৃষ্টি, ঝরল রক্ত। মুর্শিদাবাদের (Murshidabad) প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে শনিবার বিক্ষোভের মুখে পড়লেন সেচ প্রতিমন্ত্রী। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গায় (Ganges) ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই তলিয়ে গেছে একাধিক বাড়ি। এই পরিস্থিতিতে, শনিবার প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে আসেন সেচ প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) আমিরুল ইসলাম ও প্রশাসনিক কর্তারা। মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।


কী দাবি স্থানীয়দের?  সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন, “আমাদের স্থায়ী সমাধান চাই।’’ গ্রামবাসীদের অভিযোগ, বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা যাবে না, স্থায়ী কাজ করতে হবে। মন্ত্রীর সামনে বিক্ষোভের পর তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় গ্রামবাসীদের। শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেন গ্রামবাসীরা। তড়িঘড়ি মন্ত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “বড় প্রকল্প কেন্দ্রের কাছে অর্থ চাইছি। দিচ্ছে না।’’ ভিটেমাটি হারানো মানুষের প্রশ্ন এখন একটাই, স্থায়ী সমাধান মিলবে কবে?


তুঙ্গে রাজনৈতিক তরজা: সেচ প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক তরজা চলছেই। সিপিএম বিক্ষোভ দেখিয়েছে, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “সিপিএমের লোক বিক্ষোভ দেখিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। তৃণমূল কর্মীর মাথা ফেটেছে।’’ এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে সিপিএম। সিপিএমের জেলা কমিটির সদস্য মহম্মদ আজাদ বলেন, “এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। সিপিএমের কোনও যোগ নেই।’’ মন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “রাজ্য সরকার কিছু করছে না। বালি দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। কেন্দ্রের টাকা আত্মসাৎ করছে।’’


আরও পড়ুন: Anis Khan Death Update: বাড়িতেই আক্রান্ত সলমন খান, বিক্ষোভের মুখে সিআইডি ও পুলিশ