রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে অভিযুক্ত ১৫ জনের মধ্যে ধৃত ২ জনের নাম রয়েছে।


২ জনকে গ্রেফতার করল পুলিশ: পুলিশ সূত্রে খবর, গতকাল খুনের পর, কংগ্রেস কর্মীর বাড়ির কাছেই চাঁদের বিলের মাঠে লুকিয়েছিল ২ অভিযুক্ত। রাতেই খড়গ্রাম থানার পুলিশ তাদের সন্ধান পায়। যদিও দলীয় কর্মী বাড়িতে ঢুকে গুলি করে খুনের প্রতিবাদে আজ জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। দল ও নিহতের পরিবার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। যদিও দুষ্কৃতী-যোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।                                  


পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই খুন গুলি করে খুন করা হল কংগ্রেস কর্মীকে। পঞ্চায়েতের ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরে গেল প্রাণ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহত কংগ্রেস কর্মীর পরিবার ও কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে, পঞ্চায়েতে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা করা। আর বিকেলেই ঝরল রক্ত! মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর অঞ্চলে বাড়িতে ঢুকে গুলি করা হল কংগ্রেস কর্মীকে। আহত হয়েছেন তাঁর পরিবার ও প্রতিবেশীদের ৪ জন।-                                    


শুক্রবার, দুপুর সাড়ে ৩ টে নাগাদ বাড়িতে বসেই তাস খেলছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। পরিবারের অভিযোগ, আচমকা বাড়িতে ঢুকে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায় ৫-৭ জন দুষ্কৃতী। পরপর ৬টি গুলি করা হয় বলে দাবি পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কংগ্রেসের দাবি, শুক্রবারই পুরনো একটি মামলায় জেল থেকে ছাড়া পান ফুলচাঁদ শেখ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল তৃণমূল। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনও কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।                                 


আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?