আবির দত্ত, কলকাতা: রামনবমীর (Ram Nabami) দিন রেজিনগরের শক্তিপুরে দফায় দফায় বোমাবাজির ঘটনা। মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে এই অশান্তির ঘটনায় এবার মামলা রুজু করল সিআইডি (CID)। বেলডাঙা, শক্তিপুর-সহ ১৩টি মামলা রুজু CID-র।        


মামলা রুজু করল সিআইডি: রামনবমীর মিছিল ঘিরে মুর্শিদাবাদে মুহুর্মুহু বোমাবাজি, আগুন, ইটবৃষ্টির ঘটনায়, এবার তদন্তভার নিল CID.বেলডাঙা ও শক্তিপুরে মোট ১৩ টি জায়গায় অশান্তির ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। ১৩ ও ১৪ এপ্রিলের ঘটনার প্রেক্ষিতে ৫ টি মামলা, ও ১৭ তারিখে অশান্তির ঘটনার প্রেক্ষিতে ৮ টি মামলার তদন্তভার নিল CID.


কী ঘটেছিল?


বুধবার, রামনবমীর বিকেলে অশান্ত হয় মুর্শিবাদের শক্তিপুর বাজার।এই বাজার এলাকা পড়ে, শক্তিপুর থানার অধীনে।বিধানসভাকেন্দ্র রেজিনগর, লোকসভা বহরমপুর আর পুলিশ জেলা মুর্শিদাবাদ।ওইদিন রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফে শক্তিপুর বাজারে মিছিল বের করা হয়।কিছুদূর এগোতেই, মিছিলে শুরু হয় ইটবৃষ্টি ।অভিযোগ, পাল্টা মিছিল থেকেও ইটবৃষ্টি শুরু হতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু দোকানে। আক্রান্ত হন শক্তিপুর থানার OC-সহ ৩ জন পুলিশ কর্মী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ! শুরু হয় লাঠিচার্জ। ইটের আঘাতে মুখ ফেটে যায় OC-র। অশান্তিতে আহত হন একাধিক সাধারণ মানুষ। রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজির এই ঘটনায়, NIA তদন্তের দাবি তুলে হাইকোর্টে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর হাইকোর্টে NIA তদন্তের আর্জির প্রেক্ষিতে মামলার শুনানির সম্ভাবনার ঠিক আগের দিনই, এই ঘটনার তদন্তভার গ্রহণ করল CID.


এদিকে এদিন রাজ্যে ভোটপ্রচারে এসে এই অশান্তির ঘটনা উঠে এল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বক্তব্যেও। এদিন রাজনাথ সিংহ বলেন, "আমরা খবরে পড়েছি মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়া হয়েছে, বোমাবাজি হয়েছে। প্রায় ২০ জন আহত হয়েছিলেন। আজ আমি এটা বলতে এসেছি যে আপনার সরকারের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে মমতা দিদি। আপনার পাপের ঘড়া এবার ভাঙবে।''     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update: ৫০ বছরে রেকর্ড গরম, কী পরামর্শ চিকিৎসকদের?