মুর্শিদাবাদ: কাটমানি নিয়ে (Cut money Controversy) বিস্ফোরক হতেই তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের নিশানার মুখে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার ওসি। বড়ঞার ওসিকে নিশানা করে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর (CM) দফতরের বিরুদ্ধে ভাষণ ওসির, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। বিরোধী নেতাকে পাশে বসিয়ে উনি তৃণমূলকে (TMC)  বিপদে ফেলার চেষ্টা করছেন।’


প্রসঙ্গত, কাটমানির বিরুদ্ধে সরব বড়ঞার ওসি । ‘কাটমানি-লাভ রেখে ২৫ শতাংশ টাকায় কী কাজ হবে?’। ‘৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে’। ‘নিজে খাবে ২০ টাকা, হল কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪%, হল ৬৪’। ‘আগের ওসিদের কত দিত? ৫%, হল ৬৯’ ..। ‘ দেবে আরও ৫%... ৬৯। আমি ৭৫ ধরলাম’। ‘২৫ টাকায় অঞ্চলে কী কাজ হবে? আপনি বুঝে নিন’। কালীপুজোর অনুষ্ঠানে ওসির কাটমানি নিয়ে ভাইরাল-মন্তব্যে তোলপাড়। ‘তুমি খাও না, তুমি ১%-২% খাও, যেটা করছ, সেটা প্রকৃত করো’। সরকার চাইছে প্রকৃত উন্নয়ন, কাটমানির বিরুদ্ধে বিস্ফোরক বড়ঞার ওসি। কাটমানির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরই পাশে থাকব, দাবি তৃণমূল বিধায়কের। সব জানলে, কেন পদক্ষেপ করছেন না? ওসিকে পাল্টা প্রশ্ন বিরোধীদের। 


 ২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা। এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হন  ওই পুলিশকর্তা। রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও! 


আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের


কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। সেখানেই এনিয়ে সরব হন তিনি। সন্দীপ সেন আরও বলেন, কাজ বুঝে নেবেন। আপনার সাহোড়া অঞ্চলের কনট্রাক্টর সাহোড়া অঞ্চলে কাজ করবে। বড়ঞা (১)’এর কনট্রাক্টর বড়ঞা অঞ্চলে কাজ করবে। প্রত্যেকটা অঞ্চলের কনট্রাক্টর, আপন আপন এলাকায় দম থাকলে, ওখানে করবে। কারা আছে, কারা ভাল-মন্দ আমি বলে দিয়েছি, যে একটা রিকনস্ট্রাকশনাল কমিটি হবে... ভাল ভাল ছেলে... তুমি খাও না, তুমি ১%-২% খাও। যেটা করছ, সেটা প্রকৃত করো, যেটা আমাদের গভর্নমেন্ট চাইছে, প্রকৃত উন্নয়ন, প্রকৃত ডেভলপমেন্ট হোক, এই ডেভলপমেন্টটা হোক। কাটমানি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব। তারপরও কি থামেনি কাটমানি-কালচার? খোদ ওসি’র বক্তব্য উস্কে দিয়েছে সেই জল্পনা।