রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্যের জেলায় জেলায় নারী নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ। দেবীপক্ষেও দিক দিক থেকে আসবে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো খবর। আর জি কর-কাণ্ড থেকে জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গর্জে উঠেছে মানুষ। এরই মধ্যে খাস কলকাতার থানাতে পুলিশের বিরুদ্ধেই উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এরই মধ্যে এবার ভয়াবহ অভিজ্ঞতা হল এক ল-ক্লার্কের।  রাস্তার মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ করলেন মহিলা । 


মুর্শিদাবাদের ভরতপুরে এক মহিলা ল ক্লার্কের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়াল। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ সেই সময় কয়েকজন চড়াও হয় । তাঁকে সাইকেল থেকে নামতে বাধ্য করে তারা। এরপর মহিলাকে নানারকম কটূক্তি করা হয়। শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।


মহিলার  অভিযোগ, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে সেই সময়ই ওই পথে অন্য একটি গাড়ি এসে পড়ায় পালায় অভিযুক্তরা। ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এই অভিযুক্তরা আগেও তাঁকে কটূক্তি করেছে বলে দাবি ওই ল- ক্লার্কের। ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানা। 


অন্যদিকে রবিবারই কলকাতার থানার মধ্যে মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ উঠল পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিণী। সূত্রের খবর, অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, রাত ১ টা ১০ মিনিট নাগাদ থানার ৪ তলার রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান সাব ইন্সপেক্টর পুজোর উপহার দেন সালোয়ার কামিজ। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি।  মহিলা সিভিক ভলান্টিয়ারের আরও বিস্ফোরক অভিযোগ,  যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত, সেই থানাই তাঁর অভিযোগ নিতে চায়নি। 


চারিদিক থেকে যখন একের পর এক শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে, তখন পুলিশদের আরও 'বোল্ড' হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি রবিবার আলিপুর বডিগার্ড লাইন্স থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, 'যারা শয়তান আমিই হই আর আপনিই হোন তাঁদের কোনও রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। কড়া পদক্ষেপ নিন। সরকার পুরোপুরি পুলিশ ফোর্সের সঙ্গে আছে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।