রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্যে কোভিড বাড়ছে, তার মধ্যেই ডেঙ্গির থাবা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের লালগোলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বৈঠক করলেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক।


কোথায় মৃত্যু:
ডেঙ্গিতে আক্রান্ত মৃত ব্যক্তির নাম প্রবীর দাস। বয়স পঞ্চাশ বছর। তাঁর বাড়ি লালগোলার সাহাবাদ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ধুলিয়ানে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন প্রবীর। অবস্থার অবনতি হতে থাকায় ভর্তি করা হয় রঘুনাথগঞ্জের একটি নার্সিংহোমে। রক্ত পরীক্ষার পর রবিবার রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে নার্সিংহোম কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় প্রবীরের।


পরিস্থিতি পর্যালোচনায় এদিন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বৈঠক করেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। লালগোলায় মৃতের বাড়িতে যান স্বাস্থ্য দফতরের কর্মীরা। 


এর আগে গত মাসেই জলপাইগুড়িতেও ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল। জলপাইগুড়িতে বাগরাকোট চা বাগান এলাকায় ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। জেলার একাধিক ব্লকে সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছিল। প্রতিবছরই রাজ্যের বিভিন্ন শহরে ডেঙ্গি সংক্রমণের ঘটনা লক্ষ্য করা যায়। কলকাতা, শিলিগুড়ি থেকে আরও একাধিক শহরে ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এবারও পাওয়া গেল মুর্শিদাবাদে। বর্ষার আগে এমন ঘটনায় উদ্বেগ স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কোভিডের জন্য মশাবাহিত রোগ প্রতিরোধের কাজ বেশ কিছু জায়গায় ব্যাহত হয়েছিল। সেই কারণেই ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের দাপট বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এখন একদিকে কোভিড বাড়ছে তার পাশাপাশি ডেঙ্গির প্রকোপও যদি ছড়ায়, তাহলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে জেলায় আরও বেশি করে নজরদারি করা প্রয়োজন বলে মনে করছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। 


আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের হস্টেলে করোনার থাবা, বেলেঘাটা আইডিতে ভর্তি ৪