কলকাতা: সারদা চিটফান্ড (Sarada Chitfund) মামলায় চাঞ্চল্যকর অভিযোগ। এবার অভিযোগ উঠে এল খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)। শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে বিস্ফোরক ধৃত সারদাকর্তা। 


কী বলেছেন সুদীপ্ত:
তিনি বলেন, 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। চিঠি দিয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছি।' তিনি আরও বলেন, 'শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথিতে গিয়েছিলাম। জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম।'


এর পরেই তৃণমূলের (TMC) তরফ থেকে আক্রমণ  শানানো হয়। সাংবাদিক বৈঠক করে এই দাবির ভিত্তিতে তদন্ত দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তাপস রায়। শুধু তাই নয়, এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি করেন তাঁরা।


গ্রেফতারের দাবি:
তাপস রায় বলেন, 'সিবিআই যদি নিজেকে নিরপেক্ষ দাবি করে, তাহলে এই বক্তব্যের পরে শুভেন্দু অধিকারীকে কাস্টডিতে নেওয়া উচিত, গ্রেফতার করা উচিত।' ওই চিঠিতে ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীর নাম লেখা। এর আগেও শুভেন্দুর নামে চিঠি দিয়েছিলেন সুদীপ্ত সেন। কিন্তু এখনও পর্যন্ত কেন শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? এমন প্রশ্ন তুলে আক্রমণ করেন তাপস রায়।


কুণাল ঘোষ বলেন, 'চিঠিতে একাধিক অভিযোগ তোলা হয়েছে। কী বলে, কীভাবে ব্ল্যাকমেল করে কত দফায় টাকা নেওয়া হয়েছে? সব অভিযোগে লেখা রয়েছে। শুভেন্দু সব জানেন। শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। সিবিআই যাক কাঁথিতে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত।' শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে তৃণমূল।


দেবাংশুর টুইট:
টুইট করে কটাক্ষ করেছেন তৃণূমল নেতা দেবাংশু ভট্টাচার্যও। টুইটে তিনি বলেন,'সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক। সারদাকর্তা স্পষ্ট করে বললেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেন অপরাধীদের আশ্রয় দিচ্ছেন, বিচার কোথায়?'


আরও পড়ুন:  রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, দক্ষিণ দিনাজপুরে ৩ দিন দিদার মৃতদেহ আগলে নাতনি