রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের রাজ্যে অস্ত্র উদ্ধার। এবার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
কী কী উদ্ধার:
ডোমকল থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, পাইপ গান ও ৫ রাউন্ড গুলি। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের হরিডোবা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার হয়। দিনদশেক আগে অস্ত্র কেনাবেচার কারবার চালানোর অভিযোগে ডোমকলের এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ।
পরপর অস্ত্র উদ্ধার:
শুধু ডোমকল, দমদম ক্যান্টনমেন্ট বা আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।
ট্রেন থেকে উদ্ধার:
সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে অস্ত্র সমেত গ্রেফতার হয় এক ব্যক্তি। ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে ওই ব্যক্তির কাছে। ধৃতের নাম তপন সাহা, ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অস্ত্র সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। ধৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী, দাবি রাজ্য এসটিএফের।
খাস কলকাতার বুকেও অস্ত্র উদ্ধার হয়েছে। এপিসি রোড থেকে অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। অস্ত্র উদ্ধারের ঘটনা গ্রেফতার করা হয়েছিল নিউ আলিপুরের বাসিন্দা জয় চৌধুরী। উদ্ধার হয়েছিল ৩টি অটোম্যাটিক পিস্তল ও ১টি দেশি পিস্তল, এছাড়াও উদ্ধার হয়েছে জাল নোট ও প্রচুর গুলি। উৎসবের মরসুমেই বীরভূমে অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার হয়। গ্রেফতার হয় এক জন। শেখ রমজান নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। গোপন সূত্রে খবর পেয়ে গঠিত হয় পুলিশের বিশেষ দল। জেলার চারটি জায়গায় নাকা চেকিং শুরু হয়। বোলপুর থানার সিয়ান গ্রামের কাছে বাইকে চেপে যাওয়ার সময় শেখ রমজানকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। ধৃতের বাড়ি দুবরাজপুরে। পুলিশর দাবি ওই আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। এই ব্যবসার সঙ্গে কে বা কারা যুক্ত বা কাকে এই অস্ত্র বিক্রি করা হচ্ছিল, তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ । সম্প্রতি দীপাবলির আগে শহর শিলিগুড়িতে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে (Siliguri)।
আরও পড়ুন: 'মা-বোনেদের প্রয়োজন, তাই বিধাবাভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন', ঘোষণা মমতার