রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাত পোহালেই পুরসভা নির্বাচন (WB Municipal Polls 2022)। তার আগেও রাজনৈতিক হিংসার খবর উঠে আসছে একাধিক জায়গা থেকে। এ বার মুর্শিদাবাদে  (Murshidabad News) তৃণমূল (TMC) প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ সামনে এল। এই ঘটনায় কংগ্রেসের (Congress) দিকে অভিযোগের তির তৃণমূলের।তারা যদিও অভিযোগ খারিজ করেছে। পাল্টা হেনস্থার অভিযোগ তুলেছে জোড়াফুল শিবিরের দিকেই।


মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের ঘটনা। শুক্রবার রাতে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মেহবুব জানিয়েছেন, তিনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন। ঘটনার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ফিরে আসেন বাড়িতে। বাড়িতে তাঁকে দেখতে ভিড় করেন আত্মীয়-পরিজনরা।


মেহবুবের স্ক্রী রৌশেনারা বিবি এ বারে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়ছেন। তাতেই বিরোধী শিবির তাঁকে নিশানা করেছে বলে অভিযোগ আক্রান্ত এবং তাঁর পরিবারের। সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তাঁরা। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ছুড়েছে বলে দাবি তাঁদের।


আরও পড়ুন: Anish Khan Murder: ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, ফিরল বাহিনী


কংগ্রেস যদিও এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে। তাদের দাবি, গোটা ঘটনাক্রম সাজানো। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। তৃণমূলই বরং এলাকায় তাণ্ডব চালিয়েছে। কংগ্রেসের প্রচারের সমস্ত সামগ্রী,  সরঞ্জাম ভেঙে দেওয়া হয়েছে।


রবিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ (Murshidabad News)। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।