রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : জঙ্গিপুর মহকুমা হাসপাতালের রাস্তা ঢালাইয়ের কাজ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন জঙ্গিপুরের বিধায়ক (TMC MLA) জাকির হোসেন। মঙ্গলবার হাসপাতালে পরিদর্শনে এসে পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ালেন তিনি। বিধায়কের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন পিডব্লিউডি কর্তারা (PWD Officials)। 


এবার তৃণমূল বিধায়কের ক্ষোভের মুখে পূর্ত দফতর। মঙ্গলবার জঙ্গিপুর (Jangipur) মহকুমা হাসপাতালে রাস্তা ঢালাইয়ের কাজ খতিয়ে দেখতে এসেছিলেন তৃণমূল বিধায়ক ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্য়ান জাকির হোসেন (Jakir Hossain)। কিন্তু, পূর্ত দফতরের কাজের মান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকী পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডাতেও জড়ালেন তৃণমূল বিধায়ক। 


অভিযোগ তুললেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের। এক মাস ধরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রাস্তা ঢালাইয়ের কাজ করছে পিডব্লিউডি। দিন দশেক আগে কাজ খতিয়ে দেখতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন জাকির হোসেন। মঙ্গলবার ফের হাসপাতালে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক ও রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান। হুঁশিয়ারি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) জানানোর। জাকির হোসনকে প্রকাশ্যেই বলতে শোনা যায়, সিমেন্টের ভাগ এত কম ! পাথর এত নিম্নমানের যে রাস্তাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এখানকার রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান। আমার সুপার চিঠি দিয়েছে কাজ নিম্নমানের হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীকে জানাব।


বিধায়ক নিম্নমানের কাজের অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার PWD কর্তাদের। জঙ্গিপুরের পূর্ত দফতরের আধিকারিক বলেছেন, ওনারা একশো বার অভিযোগ করতে পারেন। ওনারা আমাদের মাথার উপর আছেন। আপনারা দেখুন কাজ। খোদ তৃণমূল বিধায়ক পিডব্লিউডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর কি রাস্তার হাল ফিরবে ? সেটাই দেখার।                                                                                        


আরও পড়ুন- গলার নলি কাটা, তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার, স্বরূপনগরে সীমান্ত লাগোয়া গ্রামে চাঞ্চল্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial