মুর্শিদাবাদ: রাস্তা (Road Construction) করা নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় (Bhogobangola) ধুন্ধুমার। লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ। ভিডিও ভাইরাল (Viral Video)। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৭ জন। একপক্ষের দাবি, পঞ্চায়েত সমিতিকে তাদের জমিতে রাস্তা তৈরির অনুমতি দেওয়া হয়। অপর পক্ষের অভিযোগ, তাদের জমি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা চলছে। এই নিয়ে বিবাদের জেরে আজ সকালে ধুন্ধুমার বেধে যায়। ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ। দু’পক্ষের ২ জনকে আটক করা হয়েছে।


প্রায় প্রত্যেকেরই হাতে রয়েছে বাঁশ, লাঠি-সোঁটা। আর তা দিয়ে এলোপাথাড়ি মার। রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে, বুধবার সকালে, এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের ভগবানগোলায়। 



অশান্তির সূত্রপাত এই রাস্তাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা, ফিরদৌসী বেগম ও সামসুল আলম, দু’জনেরই দাবি, এই রাস্তা ও সংলগ্ন জমির মালিক তাঁরা। এর মধ্যে, সামসুল আলমের দাবি, জমির কিছুটা অংশ স্থানীয় পঞ্চায়েতকে দিয়েছিলেন তিনি। সেই অংশে পঞ্চায়েত, রাস্তা তৈরি করতে গেলে, প্রতিবাদ জানান, অপর পক্ষ। 


তাতেই বাঁধে বিবাদ। বিবাদের জেরে ধুন্ধুমার বেঁধে যায়। দুই পরিবারের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। মারধরে আহত হন দুই পরিবারের বেশ কয়েকজন। জমির খানিকটা অংশ দান করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় পঞ্চায়েতও। সেই অংশে রাস্তা তৈরি নিয়েই বেঁধেছে অশান্তি। মারধরের ঘটনায় ২ পক্ষের ২ জনকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ। 


রেলের জমিতে অনুমোদনহীন স্কুল: রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ। বুলডোজার এনে আসানসোলে বাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয় সেখানে চলছিল স্কুল। যদিও রেলের দাবি, স্কুল নয় ভাঙা হয় কোয়ার্টার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল।


আরও পড়ুন: Asani Cyclone Update: ঘূর্ণিঝড়ের 'অশনি-সঙ্কেত', বিপদ এড়াতে বাতিল একাধিক ট্রেন