রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায় (Farakka) আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের তালিকায় নাম রয়েছে, তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত প্রধানের শাশুড়ির। কীভাবে নাম এল, তা জানেনই না বলে দাবি, পঞ্চায়েত প্রধান বউমার। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।                                                                                            



অনেকখানি জায়গা জুড়ে দোতলা বাড়ি। ঢালাই ছাদ, ইটের গাঁথনি, বাড়িটি, মুর্শিদাবাদের ফরাক্কার, তৃণমূল পরিচালিত, অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অহিদা খাতুনের। এই বাড়িতেই তাঁর শাশুড়ি থাকেন। অথচ দেখা যাচ্ছে, আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, তৃণমূল পরিচালিত, পঞ্চায়েত প্রধানের শাশুড়ির।               


পঞ্চায়েতের প্রধান তথা, এত বড় বাড়ির মালিকের শাশুড়ির নাম যেখানে আবাস যোজনা প্রকল্পে, সেখানে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত প্রাপকরা। যেমন এই গ্রামেরই বাসিন্দা- সাবিনা ইয়াসমিন। তাঁর বেড়ার বাড়ি ওপরে টালির চাল, অনেকবার, আবেদন করা সত্ত্বেও, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় তাঁর নাম ওঠেনি।                                                        


আরও পড়ুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিডিও-পুলিশকে বিজেপি বিধায়কের হুমকি


আর এই ঘটনা নিয়েই সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান।                                                                              


যদিও ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলনেত্রী ও প্রধান অহিদা খাতুন বলেন, "কীভাবে শাশুড়ির নাম এল জানি না। লিস্ট আসার পরে দেখতে পেলাম। যে সুপার ভাইজার আছে তাঁকে বলেছি নামটা  যাতে ডিলিট করা হয়। মানুষ মাত্রই ভুল হয় কিভাবে ভুল করে চলে এসেছে আমি তো বলতে পারবো না। অবশ্যই ডিলিট হয়ে যাবে। সামনে তো পঞ্চায়েত ভোট এখন আমাকে কিভাবে খারাপ করতে পারে তাই বিরোধীরা উঠে পরে লেগেছে।" 


মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সামনে যখন এসেছে, তালিকা থেকে নাম বাতিল করা হবে।