পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৪ নভেম্বর পর্যন্ত জেলেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কাজ হল না আবেদনও, জেলেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ১৪ নভেম্বর পর্যন্ত পার্থর সঙ্গে কল্যাণময়, সুবীরেশদেরও হাজতবাস। 


ব্যাঙ্কশাল আদালতে জামিন চেয়ে ফের কাতর আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি এদিন বলেন, ‘আমার শরীর দিচ্ছে না, সব কেস একসঙ্গে আনা হচ্ছে। কিছুই পাওয়া গেল না, তাও এরকমভাবে চাপ দেওয়া হয়েছে।ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে, আমাকে বাঁচতে দিন’। পাশাপাশি এদিন আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলের সঙ্গে আছি, একশোবার আছি।"          


এদিকে, পার্থ-মানিক-অনুব্রতর গ্রেফতারি নিয়ে ২৬ অক্টোবর এক মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ওপেন ডিসপ্লে অফ মানি। টাকাটা ধরা পড়েছে ওর সহযোগীর থেকে। সবাই দেখেছে, তারপর তো দল চুপ করে থাকতে পারে না। তফাৎ আছে, পার্থর ক্ষেত্রে স্তূপিকৃত টাকা, মানিক বা অনুব্রতর ক্ষেত্রে তা নয়।