বহরমপুর: বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। তবে গরম বাড়বে। শুক্রবার এমনই থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া (Murshidabad Weather)। সকালের দিকে জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্র-বিদ্যুতের গর্জনও শোনা যেতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে (Cloudy Sky)।
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায়
আবহাওয়া দফতর জানিয়েছে,শুক্রবার সকালের দিকে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে ছাতা নিয়ে বেরনোই শ্রেয়। আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২৪ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানা গিয়েছে।
শুক্রবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাতের পরিমাণ ২.৩ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস
সামগ্রিক আবহাওয়া- মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া
বাতাসের গতিবেগ- ঘণ্টায় সর্বোচ্চ ২৪ কিলোমিটারের কাছাকাছি
সূর্যোদয়ের সময়- ৫টা বেজে ৭ মিনিট
সূর্যাস্তের সময়-৬টা বেজে ১৮ মিনিট
আরও পড়ুন: Dantan News: সাপ ধরার নেশাই কাল হল! গোখরোর ছোবলে মৃত্যু ‘পরিবেশবন্ধু’র
বজ্র-বিদ্য়ুৎ সহকারে ঝোড়ো হাওয়া বইতে পারে বিকেলের দিকে
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা।