Noise X-Fit 2: ভারতে লঞ্চ হয়েছে নয়েজ (Noise) সংস্থার নতুন স্মার্টওয়াচ (Smartwatch) Noise X-Fit 2। শুরুতেই এই স্মার্টওয়াচের দামে রয়েছে ২০০০ টাকা ছাড়। নয়েজ সংস্থার দাবি এই স্মার্টওয়াচের ব্যাটারি লাইফ (Battery Life) থাকবে ৭ দিন পর্যন্ত। আর স্ট্যান্ডবাই টাইম (Standby Time) পাওয়া যাবে ৩০ দিন পর্যন্ত। ২৬০ এমএএইচের একটি ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। চার্জ দিতে সময় লাগবে প্রায় ২.৫ ঘণ্টা। নয়েজের এই নতুন স্মার্টওয়াচ IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস।
ভারতে নয়েজের নতুন স্মার্টওয়াচের দাম
Noise X-Fit 2 স্মার্টওয়াচের ভারতে বাজার দর ৩৯৯৯ টাকা। তবে বর্তমানে কেনা যাচ্ছে ১৯৯৯ টাকায়। এই স্পেশ্যাল লঞ্চ প্রাইস থাকবে আজ অর্থাৎ ৪ অগস্ট রাত পর্যন্তই। জেট ব্ল্যাক, সিলভার গ্রে এবং স্পেস ব্লু- এই তিন রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ Noise X-Fit 2।
Noise X-Fit 2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
- এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির TFT LCD ডিসপ্লে। এর সঙ্গে ৬০টি স্পোর্টস মোড রয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচে।
- একাধিক হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। Noise Health Suite- এর মধ্যে রয়েছে এইসব আধুনিক ফিচার।
- একাধিক গুরুত্বপূর্ণ সেনসর যেমন- অ্যাক্সিলেরোমিটার, অপটিকাল হার্ট রেট সেনসর এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন বা SpO2 পরিমাপের সেনসর রয়েছে।
- আইওএস ১০ এবং তার বেশি ভার্সান ও অ্যান্ড্রয়েড ৪.৪ বা তার বেশি ভার্সানের ডিভাইসের সঙ্গে নয়েজের এই নতুন স্মার্ট ওয়াচ যুক্ত হবে সহজেই।
- এখানে অনেক স্মার্ট ফিচার রয়েছে। যেমন- অ্যালার্ম, ক্যালেন্ডার রিমাইন্ডার, কল ও মেসেজ রিপ্লাই (শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য), ফাইন্ড মাই ফোন, রিমোট মিউজিক কন্ট্রোল, টাইমার এইসব স্মার্ট ফিচার দেখা যাবে নয়েজের নতুন স্মার্টওয়াচে।
- ক্যালোরি বার্ন, স্লিপ মনিটর, স্টেপ ট্র্যাকার- এইসব ফিটনেস ট্র্যাকারও রয়েছে Noise X-Fit 2 স্মার্টওয়াচে।
- ব্লুটুথ ভি৫ সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ১৫০- র বেশি ওয়াচ ফেস পাওয়ার সুযোগ।
আরও পড়ুন- ভারতে ফের নতুন ফোন লঞ্চ করবে ইনফিনিক্স, থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি