বহরমপুর: মাঝ চৈত্রেই টেকা দায় হয়ে উঠেছিল গরমে। তবে মাঝে বৃষ্টিপাতের জেরে স্বস্তি ফিরেছে। বৈশাখের প্রথম দিন সকাল থেকে ভালই গরম রয়েছে। তবে এদিন আবহাওয়া মোটামুটি সহনশীল থাকবে। রবিবার মুর্শিদাবাদ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচেই থাকবে (Murshidabad Weather)। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।


এমনিতে তাপমাত্রার পারদ তিরিশের উপরে থাকলেও, রবিবার মুর্শিদাবাদের অবহাওয়া সহনশীল থাকবে (Weather update)। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। 


এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। দুপুরের দিকে বেশ অস্বস্তিও হতে পারে গরমে। তবে ৪০ ডিগ্রির নীচে থাকবে পারদ, তাতে কিছুটা রক্ষে। আজ হালকা বৃষ্টিও হতে পারে।


রবিবার হালকা বৃষ্টি হলেও হতে পারে


হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় এখন থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। (District Weather Updates) এবারে গরম দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন আবহবিদরা। 


রবিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৪০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৬২ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 


একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 


সর্বোচ্চ তাপমাত্রা- ৩৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস


বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৬২ শতাংশ


সামগ্রিক আবহাওয়া-হালকা বৃষ্টি হতে পারে


সূর্যোদয়- সকাল ৫টা বেজে ১৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ৫৮ মিনিট


আরও পড়ুন: Lok Sabha Polls 2024: প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ


রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।


তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা।