কলকাতা: নিয়মিত ব্যায়াম করলে অনেক রোগ এড়ানো সম্ভব। একইসঙ্গে জটিল রোগ সারিয়ে তোলা বা নিয়ন্ত্রণে রাখা যায়। তবে অনেকের মতে, ব্যায়াম করে নাকি বয়স কমিয়ে ফেলা যায়। আদৌ কি তাই ? অনেকে মনে করতে পারেন, এ নেহাত গল্পকথা। কিন্তু আদতে তা নয়। ব্যায়াম করলে সত্যিই বয়স কমে এবার তার প্রমাণ পাওয়া গেল একটি গবেষণা নেচার এজিং জার্নালে ওই গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক দল গবেষক মানুষ ও ইঁদুর দুই পক্ষের উপরেই এই পরীক্ষা-নিরীক্ষা চালান।  সম্প্রতি তাঁরা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ব্যায়াম করে বয়সও কমিয়ে ফেলা যায়! 


কীভাবে কমছে বয়স ?


গবেষকদের কথায়, আমাদের শরীরে লিপিড নামের একধরনের ফ্যাট রয়েছে‌। এই ফ্যাটের পরিমাণ যত বেশি বাড়তে থাকে, ততই বয়স বাড়তে থাকে। শরীরে বয়সের ছাপ পড়তে থাকে। ব্যায়াম করলে এই লিপিড ফ্যাটের পরিমাণ কমে যাতে বয়সই নাকি উল্টো দিকে হাঁটতে শুরু করে বলে দাবি বিজ্ঞানীদের। 


লিপিড কী কাজ করে ?


গবেষকদের কথায়, বিভিন্ন বয়স্ক প্রাণীদের মধ্যে বিস (মনোঅ্যাসাইলগ্লিসেরো) ফসফেট  (অথবা বিএমপি) নামের এই বিশেষ প্রোটিনটি পাওয়া গিয়েছে। এর পরিমাণই ব্যায়ামের ফলে ধীরে ধীরে কমে যেতে থাকে। যা বয়সকেও কমিয়ে দিতে পারে বলে মনে করছেন ওই গবেষক দল। 


কী বলছেন গবেষক?


আমস্টারডাম ইউএমসি-এর জেনেটিক মেটাবলিক ডিজিজের অধ্যাপক রিকেল্ট হোটকুপার সংবাদমাধ্যম আইএএনএসকে  বলেন, সায়েন্স ফিকশনেই বয়স কমানোর কথা এতদিন শোনা যেত‌। তবে ঊই গবেষণাটি সেই ধারণা অনেকটাই ওলটপালট করে দিল‌‌। বয়সের বাড়াকমা নিয়ে বিজ্ঞানীদের কাজ করার সুযোগ তৈরি করে দিল এই গবেষণা। 


বয়সের উপরেও প্রভাব থাকবে বিজ্ঞানের ?


এমনটাই মনে করছেন আমস্টারডাম ইউএমসি-এর আরেক অধ্যাপক জর্জ জ্যানসেন । সংবাদমাধ্যমকে তিনি বলেন, এতদিন বয়স বা এজিং নিয়ে জানা থাকলেও তার মধ্যে বিজ্ঞানের প্রবেশ করার সুযোগ ছিল না। তবে বর্তমান গবেষণার ফলে সেই সুযোগ তৈরি হল। এতে ভবিষ্যতে বয়স কমানোর গবেষণা আরও এগোবে বলেই আশাবাদী তিনি।


বয়স কমানোর গভীর প্রক্রিয়া


বয়স কমানোর প্রক্রিয়া বেশ গভীর বলেই জানাচ্ছেন তিনি। তাঁর কথায়,  লিপিডের পরিমাণ কমলে কিডনি, লিভার ও হার্টের গড়নেও বদল আসে। এমনকি পেশিগঠনও বদলে যায়। যা বয়স কমানোর অন্যতম ধাপ। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Lung Cancer: ধূমপান না করলেও কেন ফুসফুস ক্যানসার ? জানা গেল আসল কারণ