কলকাতা: অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার (Akshay Kumar Production House) নাম নিয়ে প্রতারণার ফাঁদ। হ্যাকারদের কবলে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ফেসবুক অ্যাকাউন্ট (Facebook Account Hacked)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


সতীশ কৌশিকের স্মরণে অনুপম খেরের পোস্ট


১৩ এপ্রিল প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের (Late Actor Satish Kaushik) ৬৮তম জন্মবার্ষিকী (68th Birth Anniversary)। এই বিশেষ দিনে প্রিয় বন্ধুর কথা মনে করে কলম ধরলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন অনুপম খের। সতীশ কৌশিকের সঙ্গে তাঁর নানা শো, নানা ছবির শ্যুটিং, নানা পোস্টার বা সময়ের মুহূর্তের কোলাজ। সেই সঙ্গে বাজছে, 'তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ...'। সঙ্গে ক্যাপশনে আবেগঘন বার্তা। অনুপম লিখছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় সতীশ! যেখানেই আছ সেখানেই যেন ঈশ্বর তোমাকে সব আনন্দ দেন। আমার জন্য তো তুমি চিরকালই আশেপাশে আছ। ছবিতে, খাবারে, কথোপকথনে, আমি যখন একা রয়েছি, বা যখন অন্য মানুষদের সঙ্গে রয়েছি। তোমার স্মৃতি ছোঁয়াচে। 'তনভি দ্য গ্রেট' সম্পর্কে একটা আপডেট - আমরা শ্যুটিংয়ের ৩৪তম দিনে। খুব ভালই চলছে। টাচ উড। আমি তোমার বেশিরভাগ ভাল উপদেশই কাজে প্রয়োগ করেছি। খারাপগুলো সরিয়ে রেখেছি। আমি তোমার সশরীরে উপস্থিতি, তোমার ফোন কল, তোমাার রাগ, আমাদের গসিপ সেশন আর তোমার অভাবনীয় রসবোধ সবটাই মিস করি! তোমাকে সবসময় ভালবাসব।'


আয়েশা জুলকার সারমেয়র 'রহস্যমৃত্যু' মামলা


২০২০ সালের সেপ্টেম্বরে, লোনাভলার বাংলোয় রহস্যজনক মৃত্যু হয় তাঁর পোষ্য কুকুরের (Mysterious Death Of Pet Dog)। চার বছর আগের ঘটনায় আইনি পদক্ষেপ নেন অভিনেত্রী আয়েশা জুলকা (Ayesh Jhulka)। এবার তিনি বম্বে হাইকোর্টের কাছে গেলেন। মামলায় তাঁর বাংলোর কেয়ারটেকার রাম আন্দ্রের বিরুদ্ধে তোলা হয়েছে অভিযোগ। ২০২১ সালে চার্জশিট পেশ হওয়া সত্ত্বেও মামলার শুনানি পিছিয়ে যায় বহুবার। পুণের মাভালের ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা চলছেই। আয়েশা জুলকা তাঁর পোষা কুকুরের মৃত্যুতে রাম আন্দ্রের জড়িত থাকার বিষয়ে সন্দেহজনক হয়ে ওঠেন যখন রকির মৃত্যুর ব্যাখ্যায় নানা অসঙ্গতি দেখা দেয়। আন্দ্রের কথা অনুযায়ী, জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হয় সারমেয়র। যদিও ময়না তদন্তের রিপোর্ট বলছে কুকুরটির মৃত্যু শ্বাসরোধ করে হয়েছে। আন্দ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারার (হত্যার চেষ্টা, পশুকে পঙ্গু করা) অধীনে একটি মামলা করা হয়। এই ঘটনায় পরবর্তীকালে রাম আন্দ্রেকে গ্রেফতার করা হয় এবং জামিনে মুক্তিও পায় সে।গত শুক্রবারের শুনানিতে, বিচারপতি রেবতী মোহিত ডেরে এবং মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ আয়েশা জুলকাকে পরবর্তী কার্যক্রমের জন্য একটি সিঙ্গেল বেঞ্চের কাছে আপিল করার নির্দেশ দেন। 


অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা এবার বিপাকে?


'বড়ে মিঞা ছোটে মিঞা'র উচ্ছ্বাসের ফাঁকেই নজরে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। সম্প্রতি তাঁর সংস্থা এক ভুয়ো কাস্টিং এজেন্টের দ্বারা প্রতারণার শিকার হয়। সূত্রের খবর, ওই কনম্যানকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা 'কেপ অফ গুড ফিল্মস'-এর নাম করে প্রতারণা ছকের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পূজা আনন্দনীকে চাকরির প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে এক ব্যক্তি। এই অভিযোগে মুম্বইয়ের জুহু থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতারও করেছে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই অভিযুক্তের নাম প্রিন্স কুমার সিন্হা, তার বয়স ২৯। পুলিশকে সঙ্গে সঙ্গে জানিয়ে বড়সড় এই প্রতারণার ছক বানচাল করতে সক্ষম হন পূজা। পুলিশ সূত্রে জানানো হয়, রোহন মেহরা নাম নিয়ে ওই ঠগ, নিজেকে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেন, এবং পূজাকে ওই সংস্থায় চাকরির লোভ দেখান। 


ফের হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ


ফের হ্যাক হল রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ফেসবুক পেজ (Facebook Page Hacked)। অনুরাগীর ভিডিও পোস্ট দেখে সতর্ক অভিনেত্রী। এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন সেই কথা। তবে এখনও তাঁর পেজ স্বাভাবিক হয়নি বলেই মনে করা হচ্ছে। গত বছরের মে মাসের ঘটনার এক বছর কাটার আগেই পুনরাবৃত্তি। আবার হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ। শনিবার সকালের দিকে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিনেত্রী। এক অনুরাগী স্ক্রিনরেকর্ড করে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখা, 'নমস্কার রুক্মিণী মৈত্র, কী গণ্ডগোল? তোমার ফেসবুক আইডি চেক করো... সকাল থেকে কিছু আজব পোস্ট আসছে... এটা কি তুমিই পোস্ট করছ নাকি সিরিয়াস কিছু চলছে দেখো প্লিজ...।'


আরও পড়ুন: Surajit Banerjee Exclusive: 'স্বপনকুমারের পালার জন্য তৈরি হয় রানওয়ে', নববর্ষে মুক্তি পাওয়া সে যাত্রা লিখেছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়


IPL-এর গ্যালারি থেকে ভাইরাল 'রহস্যময়ী নারী'


চলছে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' (Indian Premier League)। আর সেখানেই গ্যালারিতে মিলল 'শ্রদ্ধা কপূর'-এর (Shraddha Kapoor) দেখা! তাই কি? যাঁর কথা হচ্ছে তিনি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর নন, তবে নেটিজেনদের দাবি, তাঁকে হুবহু 'স্ত্রী' অভিনেত্রীর মতোই দেখতে। এখন তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই বিষয়ে একেবারে সহমত অভিনেত্রী নিজেও। কী বললেন তিনি? (Shraddha Kapoor Doppleganger) আইপিএলের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের মাঝেই ভাইরাল এক রহস্যময় নারী। নেটিজেনদের মতে, তাঁকে একেবারেই শ্রদ্ধা কপূরের মতো দেখতে। আপাতত লাইমলাইটে তিনিই। এই মহিলা যেই না ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ওমনি তাঁর ছবি পোস্ট করে নেটিজেনদের সঙ্গে সহমত পোষণ করলেন স্বয়ং শ্রদ্ধা কপূরও। শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, 'আরে এটা তো আমিই', সঙ্গে রইল হাসির ইমোজি।