কলকাতা: অরিজিতের (Arijit Singh) শো-বিতর্কে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পুরনো ট্যুইটকে হাতিয়ার করে এবার আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অরিজিতের কনসার্ট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর পুরনো ট্যুইটকেই হাতিয়ার করেছেন শুভেন্দু। 'পাকিস্তানি শিল্পীর ক্ষেত্রে সঙ্গীতের কোনও সীমানা নেই কিন্তু ভারতীয় অরিজিৎ সিংহর ক্ষেত্রে বিষয়টি অন্য'। অরিজিতের গান 'রং দে তু মোহে গেরুয়া' ট্যাগ করে আক্রমণ শুভেন্দুর। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)।






ইকো পার্কে অরিজিৎ সিংহর শো-এর অনুমতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শাসকদলকে একযোগে আক্রমণ করেছে বাম-বিজেপি। 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল। বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল' বলে অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্প, আক্রমণ মহম্মদ সেলিমের। 


তবে কলকাতায় অরিজিৎ সিংহর অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু হয়েছে ইতিমধ্যেই। অ্যাকোয়াটিকায় পৌঁছল অরিজিৎ সিংহর টিম। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছে কুণাল ঘোষ। 'বিজেপি বলছে চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন ১৫ ডিসেম্বর। অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা ৮ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে 'গেরুয়া' যুক্তি আসে কী করে?। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছেন কুণাল। 


কুণাল ঘোষ এই প্রসঙ্গে লিখেছেন'অরিজিতের অনুষ্ঠান হবে, তবে অন্য জায়গায়। অ্যাকোয়াটিকায় আজও পরিদর্শন চলছে। সব ঠিক থাকলে ভাল ভাবেই অনুষ্ঠান হবে'। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা করেছেন তিনি। তাঁর মন্তব্য, 'সলমনের অনুষ্ঠানের ৩ লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে। সলমনের টিম মিলন মেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। অরিজিৎ বাংলার গর্ব, বিজেপি তাঁকে নিয়ে রাজনীতি করছে'।



এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, জি ২০ সম্মেলনের জন্য ইকো পার্কের সব সব শো বাতিল করা হয়েছে, বিরোধীরা অযথা রাজনীতি করছে পাল্টা ।