কলকাতা: বাকি দিনের মতোই সন্ধে নামছিল। আকাশে সূর্যের আলোর রেশটুকুও আর নেই। তখনই পুবের আকাশে হঠাৎ চোখে পড়ল রহস্যময় আলো। তখন ঘড়িতে পৌনে ৬টা। কলকাতা থেকে পূর্ব দিকের আকাশে দেখা যায় সেই রহস্যময় আলো। শুধু কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলার আকাশে দেখা গিয়েছে এমন আলো।  

  


কীসের আলো?
কীসের আলোয় আলোকিত পুব আকাশ? বাড়ছে রহস্য। কয়েক মিনিট ধরে দেখা যায় রহস্যময় আলো, দাবি প্রত্যক্ষদর্শীদের। কলকাতা, বাঁকুড়া, বীরভূম-রাজ্যের বিভিন্ন জায়গায় রহস্যময় আলো। বাঁকুড়ার বিষ্ণুপুর, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রহস্যময় আলো। মুর্শিদাবাদেও দেখা মিলল রহস্যময় আলো আকাশের এক কোণে যেন সার্চলাইটের মতো আলো এটি। কীভাবে এই আলো এল? সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে। 


জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বলেন, 'অন্ততপক্ষে খানদশেক ভিডিও পরিষ্কার এসেছে। বাংলাদেশের বর্ডার থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া পর্যন্ত আকাশে এমন দৃশ্য দেখা গিয়েছে। এমনটাও হতে পারে কোনও উপগ্রহের কোনও একটা অংশ হতে পারে যেটা পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকছে সেটা জ্বলছে এবং এমন দেখাচ্ছে। এমনও হতে পারে যে ওড়িশা থেকে কোনও মিসাইল উৎক্ষেপণ হয়েছে। তাহলে অন্তত দক্ষিণ ভারতেও আকাশে এমন আলো দেখা যেত।'


আরও একটি সম্ভাবনা:
বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে নানা সম্ভাবনার কথা বলা হচ্ছে। বিভিন্ন কারণের কথা উঠে আসছে। বিশেষজ্ঞ মহলের একটি অংশের মতে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে এদিন। আকাশে যে আলো দেখা গিয়েছে, সেটি অগ্নি ফাইভের আলো।  


অগ্নি ফাইভ:
এদিন অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা হয়। এদিন অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রর 'নাইট ট্রায়াল' হয়। ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল। ৫ হাজার কিমি দূরের লক্ষ্যে নির্ভুল নিশানায় সক্ষম অগ্নি ফাইভ। এর পাল্লায় পড়ছে বেজিংও।


 



 


আরও পড়ুন: উন্নয়ন নিয়ে দুই তৃণমূল নেতা মধ্যে বচসা, কাপ-ডিশে দাঁত ভাঙল কাউন্সিলরের