সঞ্চয়ন মিত্র, কলকাতা: মানিকতলা থানা (Maniktala Police Station) এলাকায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। বাড়ির কাছেই আজ ভোরে উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, মৃত্যুর পিছনে দাম্পত্য বিবাদ সংক্রান্ত কারণ থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বাড়ির কাছেই উদ্ধার হল যুবকের রক্তাক্ত মৃতদেহ। পানশালার গায়কের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। দাম্পত্য বিবাদের কারণে কি মৃত্যু? প্রশ্ন তুলছে মৃতের পরিবার। মানিকতলা থানা এলাকার মুরারিপুকুরে (Muraripukur) বুধবার ভোরে বাড়ির কাছেই স্থানীয় পানশালার গায়ক বাবলু সর্দারের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তিনি থাকতেন কৃষ্ণপল্লি আবাসনে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
কীভাবে মৃত্যু, তা স্পষ্ট না হলেও স্থানীয় সূত্রে দাবি, মুখে আঘাতের চিহ্ন ছিল। পরিবার ও প্রতিবেশীদের একাংশের দাবি, স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না ওই যুবকের।মৃত্যুর পিছনে দাম্পত্য বিবাদ সংক্রান্ত কারণ থাকতে পারে বলে তাদের অভিযোগ। যদিও মৃতের স্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। মৃতের স্ত্রী সরস্বতী সর্দারের কথায়, “আগে যা ঝগড়া হয়েছে হয়েছে, গতকাল কোনও ঝগড়া হয়নি।’’ পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে সেই অনুযায়ী তদন্ত হবে।
এদিকে এলগিন রোডে (Elgin Road) স্বর্ণ ব্যবসায়ী খুনে (Businessman Murder) গ্রেফতার অভিযুক্ত। আমদাবাদ (Ahmedabad) থেকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, “স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পর পরিবারের থেকে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ আদায় করে ভোলবদলে একাধিক রাজ্যে, ‘মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল।‘’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অন্য ব্যক্তির নামে তোলা সিম কার্ড ব্যবহার করা হয়েছিল। মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে।‘’
আরও পড়ুন: TMCP: রাজ্যের সব কলেজের সামনে কাল বিক্ষোভ কর্মসূচি টিএমসিপি-র