ব্রতদীপ ভট্টাচার্য, দমদম: নাগেরবাজারের (Nagerbazar Death News) নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যুর ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজ করছে পুলিশ। বাইরে থেকে তালাবন্ধ ছিল বাগানবাড়ি। গতকাল রাতে সেখান থেকে তালা ভেঙে ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। খোঁজ মিলছে না বৃদ্ধের গাড়ি এবং পোষ্যটির। ঘটনায় খুনের মামলা রুজু করেছে নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police Station)।
নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যু: স্থানীয়দের দাবি, রবিবার সন্ধেয় এক অজ্ঞাতপরিচয় যুবককে কল্যাণবাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। সামনের গেটে তালা ঝোলায়, নিজেকে গাড়ি চালক পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তা জানতে চান ওই যুবক। বাড়ির পিছনের গেট দেখিয়ে দেন স্থানীয়রা। তারপর থেকে যুবককে আর দেখা যায়নি। রাতে বাড়ির সামনের গেট দিয়ে কল্যাণবাবুর গাড়িটিকে বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এর মধ্যে ফোনে যোগাযোগ করতে না পেরে, গতকাল বৃদ্ধের আত্মীয়রা নাগেরবাজারে এসে দেখেন বাড়ি বাইরে থেকে তালা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে।
এদিকে কসবার স্কুলে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রজেক্ট তৈরি নিয়ে শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটি হয়, ওই ছাত্র শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করে।এমনই দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। তার মানেই, এই ঘটনার পর কি আত্মহত্যা করেছে সে? প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
গত ৪ সেপ্টেম্বর কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র শেখ শানের মৃত্যু হয়। 'প্রতিশোধ' নিতে খুনের অভিযোগ করে মৃত ছাত্রের পরিবার। দফায় দফায় থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কসবা থানার পুলিশ মৃত ছাত্রের কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলে। এরপর, চলতি সপ্তাহের সোমবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত পড়ুয়ার পরিবার। পাশাপাশি ছাত্রের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতেও সরব হন তাঁরা বাবা। সেই মামলায়, মঙ্গলবার বিচারপতি সেনগুপ্ত তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।