সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আজ বাঙালির মনে নবমী হলেও শাস্ত্রমতে আজ দশমী। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। অনেক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত সকলে। উত্তর ২৪ পরগনার টাকির পূবের বাড়িতে বিষাদের সুর।
শাস্ত্র মতে দশমীর উপচার মেনে পূবের বাড়ির প্রতিমা বিসর্জন হল। রীতি মেনে কচু শাক ও পান্তা ভাত নিবেদনের পরে প্রতিমা বিসর্জন দেওয়া হল। ভোর সাড়ে ৫টায় মঙ্গল যাত্রা হয়। তারপর দালান থেকে প্রতিমা বের করে বরণ করার পর সিঁদুর খেলা হয়। দু কিলোমিটার কাঁধে চাপিয়ে ঘোষ বাবুর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হল। এরপর ঘোষ বাড়ি, মুখোপাধ্যায় বাড়ি, বন্দোপাধ্যায় বাড়ি, একে একে সব জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হবে।
এই বাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ জানান আমাদের পুরোটাই নিয়ম মেনে উমাকে বাপের বাড়ি পাঠানো হয় বিশেষ করে কচু শাক পান্তা ভাত মা যাওয়ার আগে খেয়ে যাবেন। তারপরে কৈলাসে পারি দিল। বাকি কচু শাক পান্তা ভাত ২৪ বেয়ারা খাবে। তারপর বাসিন্দাদের হাতে সেই খাবার তুলে দেওয়া হবে। সাড়ে পাঁচটা নাগাদ মঙ্গল যাত্রা হয়। তারপর দালান থেকে প্রতিমা বের করা হয় তাকে বরণ করার পর সিদুর খেলার মধ্য দিয়ে ২৪ বেহারা কাঁধে চড়ে দু কিলোমিটার কাঁধে চেপে তারপর ঘোষ বাবুর ঘাটে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। তারপর একে একে মিষ্টি মুখের মধ্য দিয়ে বিজয়া দশমী শুরু হয়। আগামীকাল টাকির দুই বাংলার বিসর্জন হবে।
আরও পড়ুন, নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা, কটা অবধি খোলা থাকবে দরজা ?
সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে