কলকাতা: নবান্ন অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার আরও ১। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১ । খড়দার নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার নীতীশ সিংহ। ভিডিওয় ওই যুবককে এক পুলিশকর্মীকে মারধর করতে দেখা গিয়েছে, দাবি পুলিশের।
আরও পড়ুন, রেডরোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী
আগেই নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা। গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক। নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩।
RG কর-কাণ্ডের একবছরে নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা। ৯ অগাস্ট নবান্ন অভিযানে DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারার অভিযোগ ওঠে। অর্জুন সিংয়ের দাবি, পুলিশের মারের হাত থেকে একজনকে বাঁচাতে যান ওই বিজেপি নেতা। ধাক্কাধাক্কিতে পড়ে যান পুলিশ কর্মী। ভিডিও ফুটেজে শনাক্ত করে গ্রেফতার, দাবি পুলিশের। RG কর-কাণ্ডের একবছরে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম বেধেছিল শনিবার।
অন্য়দিকে, বিক্ষোভাকারীদের পুলিশকে মারধরের ভিডিও ফুটেজ প্রকাশ করে লালবাজারও। সেই ঘটনায় প্রথম গ্রেফতার হলেন অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এক বিজেপি নেতা। জগদ্দলের বাসিন্দা ধৃত চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক।শনিবার নবান্ন অভিযানের দিন অশান্তির ঘটনায়, বিজেপি বিধায়ক, নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭টি FIR দায়ের দায়ের করা হয়। এর মধ্যে ৬টি দায়ের করা হয় নিউ মার্কেট থানায়।অপর FIR-টি হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় মঙ্গলবার বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা চন্দন গুপ্তকে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, যাঁদের শনাক্ত করা হয়েছে, ভিডিও ফুটেজ আমরা দেখেছি, যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। বিশেষ করে যারা প্রত্য়ক্ষভাবে হিংসার ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে, ওদেরকে চিহ্নিত করেছে পুলিশ। ওদেরকে নিশ্চয়ই গ্রেফতার করা হবে। অর্জুন সিংয়ের দাবি, পুলিশের মারের হাত থেকে একজনকে বাঁচাতে যান ওই বিজেপি নেতা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)