India Post GDS Recruitment 2024: গ্রামীণ ডাক সেবকের পরীক্ষার জন্য এবার আবেদন শুরু হতে চলেছে। আগামী ১৫ জুলাই থেকে এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। মোট ৩০ হাজার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ভারতীয় ডাক বিভাগ (India Post GDS Recruitment)। জিডিএস পোস্টে (India Post GDS Recruitment 2024) নিয়োগ ছাড়াও শাখার পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টার পদেও নিয়োগ শুরু হবে।
মোট কত শূন্যপদ ?
সারা দেশজুড়ে শুরু হচ্ছে এই নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ৩০ হাজারেরও বেশি। যদি আবেদনের ভিত্তিতে শূন্যপদ পূরণ না হয়, তবে ফের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
বেতনের খুঁটিনাটি (India Post GDS Salary)
- গ্রামীন ডাক সেবক - ১২০০০-১৬০০০ টাকা প্রতি মাসে
- পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার - ১২০০০-১৬০০০ টাকা প্রতি মাসে
- পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার - ১২০০০-১৬০০০ টাকা প্রতি মাসে
আবেদনের যোগ্যতা (India Post GDS Recruitment Eligibility criteria)
বয়স
- গ্রামীন ডাক সেবক - ১৮ - ৪০ বছর
- পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার - ১৮ - ৪০ বছর
- পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার - ১৮ - ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা
- গ্রামীন ডাক সেবক - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ
- পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ
- পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ
আবেদনের খরচ
- অসংরক্ষিত - ১০০ টাকা
- আর্থিকভাবে পিছিয়ে থাকা - ১০০ টাকা
- ওবিসি - ১০০ টাকা
- এসসি - বিনামূল্য
- এসটি - বিনামূল্য
- পিডব্লিউডি - বিনামূল্য
কীভাবে আবেদন করবেন (India Post GDS Recruitment Application Process) ?
- প্রথমে ইন্ডিয়া পোস্টের জিডিএস-র অনলাইন সাইট indiapostgdsonline.gov.in-এ যেতে হবে (India Post GDS Recruitment 2024 Direct Link)।
- এর পর প্রাথমিক ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে
- এর পরে লগইন করে বাকি ফর্ম ফিলাপ করতে হবে।
- প্রয়োজনীয় নথি জমা দিতে হবে পরবর্তী ধাপে।
- তার পর নির্দিষ্ট ফি জমা দিতে হবে অনলাইনে।
- এর পর ফর্ম জমা দিলেই শেষ হবে আবেদন প্রক্রিয়া
ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আরও পড়ুন -
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI