নদিয়া: রানাঘাটে সেনকোর (Senco) শোরুমে ডাকাতির (Dacoity) ঘটনায় দোষী সাব্যস্ত হল ৪ জন। ১৪৯ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণের পর রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট এই চারজনকে দোষী সাব্যস্ত করে। ২০২৩ এর ২৯ অগাস্ট রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। ৮ দুষ্কৃতীর মধ্যে ধরা পড়ে ৫ জন। ধৃতদের মধ্যে একজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন, পরে মৃত্যু। বাকি ৩ দুষ্কৃতী এখনও অধরা।               


নদিয়ায় (Nadia) সোনার শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। ১৪৯ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণের পর দোষী সাব্যস্ত করা হয় তাদের। জানানো হয়েছে কাল শাস্তি ঘোষণা করবেন বিচারক। এখনও ফেরার ৩ ডাকাত। প্রায় ৫ মাস আগের ঘটনা। কিন্তু তার ভয়াবহতায় এখনও শিউরে উঠতে হয়। গুলির পর গুলি! একদিকে পুলিশ, অন্যদিকে ডাকাতদল। নদিয়ার রাস্তায় ডাকাত-পুলিশ গুলির লড়াই! হাড়হিম করা এই ছবি কোনও অ্যাকশন থ্রিলারকেও য়েন হার মানায়।


কী হয়েছিল? গত বছরের ২৯ অগাস্ট মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ভয়াবহ ডাকাতি হয় রানাঘাট ও পুরুলিয়ার (Police), সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুই শোরুমে। রানাঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গা দাস পার্ক এলাকায় সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি করে পালানোর সময় জনবহুল মিশন রোডে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় দুষ্কৃতীদের। ৮ দুষ্কৃতীর মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হলেও, গুলিবিদ্ধ একজনের পরে মৃত্যু হয়। বর্ধমানের শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা শ্যুটআউটের ঘটনায়, ডাকাতির ঘটনায় যুক্ত কুন্দন যাদবের নাম উঠে আসে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।  সাক্ষ্য নেওয়া হয় ৩৫ জনের। ঘটনার ১৪৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত হল ৪ জন। ডাকাতিতে জড়িত ৩ দুষ্কৃতী এখনও অধরা। বৃহস্পতিবার সাজা ঘোষণা।     


পরপর ডাকাতি: এর আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছিল, গত বছরের ২৫ ডিসেম্বর মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। যা কার্যত হইচই ফেলে দিয়েছিল। ঘটনায় গ্রেফতার করা হয়ে একাধিক দুষ্কৃতীকে। পাশাপাশি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সাটার ভেঙে গয়না ও নগদ টাকা লুঠের অভিযোগ ওঠে। দোকান মালিকের দাবি, ৫০ থেকে ৬০ গ্রাম সোনা, ৪ কেজি রুপো ও নগদ প্রায় ২ লক্ষ টাকা খোয়া গেছে। এ দিকে, গত বছর বড়দিনের সন্ধ্য়ায় মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। 


আরও পড়ুন: Malviya On Mamata: 'I.N.D.I.A জোটের কফিনে..', মমতার 'একলা চলার ঘোষণা'য় কটাক্ষ মালব্যর