নদিয়া: ‘পশ্চিমবঙ্গের (West Bengal) নদিয়ায় (Nadia) সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত’ হাঁসখালির (Hanskhali) দুর্ঘটনায় ট্যুইট প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi)। তিনি লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’


হাঁসখালির (Hanskhali) ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah)। শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রীকে (Cm Mamata Banerjee) খোঁচা দিয়ে রাজ্যপাল (Governor Tweet) লিখেছেন, মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে ভাবা দরকার। 


রবিবার নদিয়ার (Nadia) হাঁসখালিতে Hanskhali)  দুর্ঘটনার কবলে পড়ে শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন একই পরিবারের সদস্য বলে খবর। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। এরমধ্যে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 


স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের (Nabadwip) শ্মশানে যাচ্ছিলেন আত্মীয়-পরিজনেরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর (Krishnanagar) রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে (Saktinagar zeela Hospital) ভর্তি। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।


দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়।  এমন ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।