সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার রানাঘাটে নাট্যকর্মীকে হেনস্থার অভিযোগের পর ৩ দিন পার হলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিরোধীদের প্রশ্ন, শাসকের বিরুদ্ধে অভিযোগ বলেই কি নিষ্ক্রিয় পুলিশ? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। 


পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই একেকজন অভিনেতা, অভিনেত্রী।  শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। এই উক্তিটি করেছিলেন উইলিয়াম শেক্সপিয়র। আর, বাস্তবে সেই নাটক মঞ্চস্থ করার জন্য, রানাঘাটের এই নাট্যকর্মীর জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। অভিযোগ, পড়তে হয়েছে শাসকের রোষে। এই ঘটনার পর ৩ দিন পার হয়েছে।


রানাঘাট পুলিশ জেলার SP-র কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তারপরও, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। আর, এখানেই প্রশ্ন উঠছে, শাসকের বিরুদ্ধে অভিযোগ বলেই কি নিষ্ক্রিয় পুলিশ? তাই কি অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হল না?


আনুলিয়া বিনপাড়ার বাসিন্দা, নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য। তাঁর নাট্যদলের নাম 'সৃজক'। 
রবিবার রাতে 'কসাই' নামে একটি নাটক মঞ্চস্থ করেন তাঁরা। নিরুপমের বক্তব্য, কবি ভারভারা রাওয়ের কবিতার ভিত্তিতে রচিত 'কসাই' নাটকের, মূল বিষয়বস্তু হল - রাষ্ট্রই প্রকৃত কসাই। যেখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরসের পাশাপাশি, তৃণমূল শাসিত বাংলার বগটুই ও হাঁসখালির ঘটনাও রূপকের মাধ্যমের তুলে ধরা হয়। 


অভিযোগ, নাটক মঞ্চস্থ করে ফিরে আসার পর, বাড়ির সামনে নিরুপমের ওপর চড়াও হন কয়েকজন। যাঁদের মধ্যে ছিলেন আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস কাহারও। এই ঘটনার পর, এখনও কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত নাট্যকর্মী ও তাঁর পরিবার।


অভিযোগকারী নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য, আমার বাড়ির লোকজন এখনও ভয়ে বীত-সন্ত্রস্ত, আঘাতটা আমার ব্যক্তিগত নয়, সার্বিকভাবে এই আঘাত থিয়েটারের উপর, বাক স্বাধীনতাকে আটকানোর তেষ্টা করছে শাসক দল এটা স্পষ্ট। তার বিরুদ্ধে আমার লড়াই।


এই পরিস্থিতিতে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের কথায়, নাট্যকর্মী যেভাবে আক্রান্ত হয়েছে, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্যজুড়ে একই কায়দাতে চলছে, শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেই আক্রমণ চলে আসে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে পথে নামব।


রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের কথায়, এটা একটা ঘটনা, কী ঘটেছে না ঘটেছে , এটা এখনই স্পষ্ট নয়, তবে বিষয়টা স্থানীয়, এর সঙ্গে রাজনীতির কোনও বিষয় নেই। যদি কোথায় কিছু হয়ে থাকে, তা কান দিয়ে না দেখে, প্রত্যক্ষ ভাবে দেখা দরকার। রানাঘাট থানা সূত্রে দাবি করা হয়েছে, নাট্যকর্মীর অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী যা পদক্ষেপ করার তা করা হচ্ছে।