সুজিত মণ্ডল, হাঁসখালি (নদিয়া) : হাঁসখালিকাণ্ডে (Hanskhali Cae) কার্যত উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। গতকালই সেই ঘটনার একবছর অতিবাহিত হয়েছে। এনিয়ে বিজেপির কালা দিবসের (Black Day) মঞ্চ থেকে সুর চড়ান নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক দিলীপ মুহুরি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আগামী দিনে হাঁসখালি ছোট ব্রিজের পাশে বিজেপির কর্মীরা হাতে কাঁচা বাঁশের ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূল কংগ্রেসের মস্তানদের এক একটি নিথর শরীর পড়ে থাকবে।' যদিও এনিয়ে পাল্টা জবাব দিয়ে তৃণমূল বলেছে, 'বাংলার শান্তিকামী মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী। মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, মানুষ সর্বতোভাবে প্রতিহত করবে ভারতীয় জঞ্জাল পার্টির অশুভ প্রয়াসকে।'


হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গতকাল অর্থাৎ ৫ এপ্রিল কালা দিবস পালন করে বিজেপি। আয়োজন করা হয় প্রতিবাদ সভার। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আসার আগে প্রতিবাদ সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলার বিজেপি নেতৃত্বরা। 


সে সময় নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক দিলীপ মুহুরি তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন, 'আগামী পঞ্চায়েত নির্বাচনে হাঁসখালি পঞ্চায়েত সমিতিতে, বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনের গণনা হবে। আগামী দিনে হাঁসখালি ছোট ব্রিজের পাশে বিজেপির কর্মীরা হাতে কাঁচা বাঁশের ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তৃণমূল কংগ্রেসের মস্তানদের হাঁটুতে কত শক্তি আমরা দেখতে চাই। আগামী পঞ্চায়েত নির্বাচনে হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূল কংগ্রেসের মস্তানদের এক একটি নিথর শরীর পড়ে থাকবে, যদি আগামী দিনে গণতন্ত্রকে খুন করার চেষ্টা হয়।'


যদিও বিজেপি নেতার এই বক্তব্য নিয়ে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'শান্তি, সম্প্রীতি, গণতন্ত্রের পীঠস্থান বাংলা। সেই বাংলাকে অশান্ত করবার জন্য সর্বতোভাবে ভারতীয় জঞ্জাল পার্টি চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার শান্তিকামী মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, মানুষ সর্বতোভাবে প্রতিহত করবে ভারতীয় জঞ্জাল পার্টির অশুভ প্রয়াসকে।'


প্রসঙ্গত, হাঁসখালির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতার ছেলে মূল অভিযুক্ত (TMC Leader's Son Main Accused) ব্রজগোপাল গয়ালি। তদন্তভার পাওয়ার পরে আরও তিন জনকে গ্রেফতার করে সিবিআই (CBI)।


আরও পড়ুন ; হাঁসখালিকাণ্ডের এক বছর, কালা দিবস পালন বিজেপির !